২২ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৬ ডিসেম্বর, ২০২৪ - 06 December, 2024

কুড়িগ্রামের নাগেশ্বরীতে কাউন্সিলের মরদেহ উদ্ধার

আমাদের প্রতিদিন
3 weeks ago
47


কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামে নাগেশ্বরীতে আবু তালেব (৪৬) নামের এক সাবেক পৌর কাউন্সিলরের ঝুলন্ত  মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  আজ রোববার (১০ নভেম্বর) সকালে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করেছে নাগেশ্বরী থানা পুলিশ।  নিহত আবু তালেব নাগেশ্বরী পৌরসভার বানুর খামার পায়রাডাঙা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।

পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়, আবু তালেব দীর্ঘ দিন ধরে মাদকাসক্ত ছিলেন। মানসিক চাপে রাতে কোন এখন সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। পরে সকালে পরিবারের লোকজন তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth