১৯ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৩ ডিসেম্বর, ২০২৪ - 03 December, 2024

কুড়িগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও বিশৃঙ্খলার অভিযোগে সাবেক তিন ছাত্র লীগ নেতা গ্রেপ্তার

আমাদের প্রতিদিন
3 weeks ago
77


কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে কুড়িগ্রামে ছাত্রলীগের সাবেক তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় জেলা শহর ও উলিপুর উপজেলায় পৃথক অভিযানে তাদের গ্রেফতার করে সদর থানা পুলিশ এবং পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার তিন সাবেক ছাত্রলীগ নেতা হলেন মিনহাজুল ইসলাম সজীব (২৭), সাদমান সাকিব আবির (২৮) এবং সজীব কুমার (২৬)। সজীব পৌর শহরের দাদামোড় বেপারী পাড়া গ্রামের সাজেদুল ইসলামের ছেলে। তিনি পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। আবির সদরের পলাশবাড়ী মধ্যপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। আর উলিপুর থেকে থেকে গ্রেফতার করা হয় সজীব কুমার কে। সে উলিপুর উপজেলা ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি। 

ওসি নাজমুল আলম বলেন, গ্রেফতার তিনজকে গত ৪ আগষ্ট সাংবাদিকদের উপর হামলা ও মোবাইল চুরির অভিযোগে দায়েরকৃত জিআর মামলা নং-২৮২/২৪ এ অজ্ঞাত আসামী হিসাবে গ্রেপ্তার দেখিয়ে বিকালে কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth