২২ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৬ ডিসেম্বর, ২০২৪ - 06 December, 2024

রংপুরে স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

আমাদের প্রতিদিন
3 weeks ago
50


নিজস্ব প্রতিবেদক:

রংপুরে বিগত সরকারের সিদ্ধান্তে লটারির ভিত্তিতে ভর্তি নিয়ে স্বনামধন্য স্কুলগুলোকে মেধাশূণ্য করার প্রকল্পকে দ্রুত বাতিল করে মেধার ভিত্তিতে ভর্তির মাধ্যমে পুরানো ঐতিহ্য ফিরিয়ে আনার দাবি জানিয়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

আজ রোববার (১০ নভেম্বর ) সকাল ১১ টায়  রংপুর জেলা স্কুলের  সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন শিক্ষার্থী ফারাজানা  সরকার, সুমাইয়া আক্তার, আসমা আক্তার, নদী আক্তার, মিতু আক্তার, রিমু আক্তার, উম্মে কুলসুম, আবু সায়েম ও নাজমুস সালেহীনসহ আরো অনেকে ।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, লটারির মাধ্যমে যে ভর্তি পদ্ধতি এতে করে প্রকৃত মেধাবী শিক্ষার্থীরা ভালো স্কুলে ভর্তি থেকে বঞ্চিত হয়। এতে করে তাদের ভবিষ্যৎ হতাশাপূর্ণ হয়ে পড়ে। তাই সকল শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল করে মেধার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করাতে হবে। লটারি কোনো ভর্তির পদ্ধতি হতে পারে না। এর মাধ্যমে মেধাবী ছাত্ররা মেধা প্রকাশের কোনো সুযোগ পায় না।

এ সময় সকল শিক্ষার্থীরা লটারি পদ্ধতি বাতিল চাই, মেধা ও যোগ্যতার মূল্যায়ন চাই শ্লোগানে মূখরিত করে দ্রুত লটারি পদ্ধতি বাতিল করে মেধার ভিত্তিতে পরীক্ষা নেওয়ার দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত অভিভাবকরা বলেন, পরীক্ষার মাধ্যমে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর প্রকৃত জ্ঞান ও দক্ষতার মূল্যায়ন সম্ভব, যা মেধাবী শিক্ষার্থী নির্বাচনে সহায়ক। মেধা ভিত্তিক ভর্তি পদ্ধতিতে শিক্ষার্থীরা তাদের পরিশ্রম ও জ্ঞান দ্বারা প্রাপ্ত যোগ্যতার ভিত্তিতে ভর্তি হয়, যা ন্যায্যতা নিশ্চিত করে। মেধাবী শিক্ষার্থীদের সুযোগ দিলে তারা ভবিষ্যতে দেশের উন্নয়নে বড় অবদান রাখতে সক্ষম হবে। মেধাবী সমাজ রক্ষায় লটারি পদ্ধতির বদলে পরীক্ষার মাধ্যমে ভর্তি পদ্ধতি চালু করা হোক।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth