২৩ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৭ ডিসেম্বর, ২০২৪ - 07 December, 2024

পীরগঞ্জে রায়পুর ইউনিয়নে বিএনপি’র সভা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
3 weeks ago
62


পীরগঞ্জ (রংপুর)প্রতিনিধিঃ

রংপুরের পীরগঞ্জ উপজেলার রায়পুর ইউনিয়ন শনিবার রাতে বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। রায়পুর বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি’র আয়োজনে ওই কর্মীসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক মোস্তাফা মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব মিজানুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর জেলা বিএনপি’র আহ্বায়ক  সাইফুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন রংপুর জেলা বিএনপির সদস্য পীরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মাহমুদুন্নবী চৌধুরী পলাশ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারি অধ্যাপক জাকির হোসেন,উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোস্তাফিজার রহমান সেলিম, যুগ্ন আহ্বায়ক শাহিনুজ্জামান শাহিন, যুব দলের আহ্বায়ক আনিসুর রহমান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন, বিএনপি নেতা তৌহিদুল ইসলাম সোহেল , ইউপি সদস্যা পারভিনা আক্তার ও রাফিকুন বেগম প্রমুখ।

প্রধান অতিথি সাইফুল ইসলাম তার বক্তব্য বলেন, দেশে অরাজকতা তৈরি করতে ফ্যাসিস্ট হাসিনা বিদেশে বসে নানা চক্রান্ত করছে। তিনি আরো বলেন বিএনপিকে নিয়ে এখনো চক্রান্ত চলছে। দলের নেতা কর্মীদের সজাগ থেকে কাজ করতে হবে। সকল নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নিরলস ভাবে কাজ করতে হবে। শেষে হাফেজ ক্বারী সিফাত উল্লাহ্’র পরিচালনায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth