৭ আষাঢ়, ১৪৩২ - ২২ জুন, ২০২৫ - 22 June, 2025

লালমনিরহাটে পলিথিন কারখানার সন্ধান, দেড় লাখ টাকা জরিমানা

আমাদের প্রতিদিন
7 months ago
145


লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান চালিয়ে এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা ও এক মেট্রিক টন পণ্য জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার বিকালে ওই উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের দুরারকুটি কলোনি এলাকায় এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রওজাতুন জান্নাত।

জানা গেছে, পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর পলিথিন উৎপাদন বিপণন ও ব্যবহার সম্পূর্ণ রূপে নিষিদ্ধ করেছে সরকার। এ নিষিদ্ধ পণ্য উৎপাদন বন্ধে নিয়মিত অভিযান চালাচ্ছে সরকার। আদিতমারী উপজেলার দুরারকুটি কলোনি এলাকায় কারখানা দিয়ে দীর্ঘদিন ধরে নিষিদ্ধ পলিথিন উৎপাদন করে সারা দেশে সরবরাহ করছেন আজাদ হোসেন। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে সোমবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের লোকজন নিয়ে দুরারকুটি কলোনিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। 

এ সময় আজাদ হোসেনের পলিথিন কারখানা থেকে প্রায় এক মেট্রিক টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেন। পলিথিন উৎপাদনের অপরাধে কারখানা মালিক আজাদ হোসেনের এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত বলেন, নিষিদ্ধ পলিথিন কারখানা মালিক আজাদ হোসেনের এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা করে উৎপাদন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। জব্দ করা প্রায় এক মেট্রিক টন পণ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।  

 

  

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth