হিলিতে বাজার মনিটরিং ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করলেন জেলা প্রশাসক
হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হিলির কাঁচাবাজারসহ বিভিন্ন নিত্যপণ্যের বাজার মনিটরিং করেছেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম। পরে হাকিমপুর উপজেলার হলরুমে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার মূল্য সহনীয় রাখা ও সরবরাহ চেইন তদারকির লক্ষ্যে হাকিমপুর উপজেলার সরকারি কর্মকর্তাবৃন্দ, আমদানিকারক ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন।আজ মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা হল রুমে এ মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়।
দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম বলেন, প্রথম দিনে সকল ব্যবসায়ীদের সতর্কতা করা হয়। এর পরেও যদি কোন ব্যবসায়ী নিত্যপণ্যের দাম বেশি রাখার চেষ্টা করে তাহলে বড় ধরনের জরিমানা করা হবে। এছাড়াও আমরা আমদানিকারকদের সাথে কথা বলেছি তারাও বিষয়টি নজরে নিবেন এবং দাম না বৃদ্ধির প্রতিশ্রুতি দেন।
এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানীকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী, দিনাজপুর ভোক্তা অধিদপ্তরের উপ পরিচালক মমতাজ বেগম, থানার অফিসার ইনচার্জ সুজন মিঞা, হাকিমপুর প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদসহ বন্দরের বিভিন্ন ব্যবসায়ী।