২৩ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৭ ডিসেম্বর, ২০২৪ - 07 December, 2024

নীলফামারীতে হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি রনজিৎ রায় সংবর্ধিত

আমাদের প্রতিদিন
3 weeks ago
88


নীলফামারী প্রতিনিধিঃ 

নীলফামারীর কিশোরগঞ্জের বড়ভিটা  ইউনিয়নে পূর্ব মেলাবরে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের রংপুর বিভাগের নবনির্বাচিত ট্রাস্টি রনজিৎ কুমার রায়কে সংবর্ধনা দেয়া হয়েছে।

গতকাল (১১ নভেম্বর) সোমবার  রাতে উপজেলার বুড়ভিটা পূর্ব মেলাবর স্বর্গীয় সুরেশ ঠাকুরের বাড়ি পূজা উদযাপন কমিটির   মন্দিরের ব্যানারে মন্দির চত্ত্বরে এ সংবর্ধনা দেওয়া হয়।বাবু জয়দেব কুমার রায়ের  সভাপতিত্বে সংবর্ধনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন  রণজিৎ কুমার রায়,  প্রধান বক্তৃতা হিসেবে এতে  বক্তব্য দেন-  , বাংলাদেশ  হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেবাশীষ সরকার দেবা, আমন্ত্রিত  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) সৈয়দপুর রাজনৈতিক জেলার যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  সভাপতি  প্রকৌশলী প্রতাপ চন্দ্র রায়,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্টের সৈয়দপুর রাজনৈতিক জেলার যুগ্ম আহ্বায়ক     স্বদেশ কুমার রায়, লক্ষণ কুমার রায় এতে  বক্তব্য দেন  উপজেলা পূজা উদযাপন   পরিষদের সাধারণ সম্পাদক মিথুন কুমার  রায়, বড়ভিটা ইউনিয়ন বিএনপির সভাপতি জামিল হোসেন, সাধারণ সম্পাদক  সাইফুল ইসলাম প্রমূখ।  এ সময় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ নবনির্বাচিত বিভাগীয় ট্রাস্টিকে সংবর্ধনা দেন।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে মো. রুহুল আমিন উপসচিবের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সদস্য করা হয় রনজিৎ কুমার রায়কে। তিনি ইতোপূর্বে পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের দুই বারের সাবেক সফল চেয়ারম্যান ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth