হারাগাছে দুই আলু ব্যবসায়ীর অর্ধলাখ টাকা জরিমানা
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের হারাগাছ থানাধীন এলাকায় অভিযান চালিয়ে বেশী দামে আলু বিক্রি করার অপরাধে দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার। আজ ১২ নভেম্বর মঙ্গলবার দুপুরে রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানাধীন এলাকায় ময়নাকুটি কোল্ডস্টোরে এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকারের বিভাগীয় সহকারী পরিচালক জনাব আফসানা পারভীন বলেন, তাদের কাছে তথ্য আসে হারাগাছ থানাধীন ময়নাকুটি এলাকায় একটি কোল্ডস্টোরেজে ব্যবসায়ীরা ইচ্ছামত দাম বৃদ্ধি করে আলু বিক্রি করছে। যার ভিত্তিতে মঙ্গলবার দুপুরে ময়নাকুটি কোল্ডস্টোরেজে অভিযান পরিচালনা করা সময় আলু কেনা বেচার পাকা রশিদ দেখাতে না পারায় দুই ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে ভোক্তা অধিকারের বিভাগীয় সহকারী পরিচালক বোরহান উদ্দিন ও জেলার সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান, আনসার ব্যাটলিয়ান সহ ছাত্র প্রতিনিধিরা ছিলেন।