জুলাই-আগস্ট সহ আওয়ামী লীগ সরকারের আমলে সকল গণহত্যার বিচার করতে হবে: মির্জা ফখরুল
লালমনিরহাটে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টের উদ্বোধন
লালমনিরহাট প্রতিনিধি:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার আমলে বিএনপির সাতশত নেতাকর্মীকে গুম করা হয়েছে, সাত লক্ষ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে। গত ১৫ বছরে সস্রাধিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। জুলাই-আগস্টের হত্যাকান্ড সহ আওয়ামী লীগ দুঃসান আমলে সকল গণহত্যার বিচার দাবি করেছেন তিনি। মঙ্গলবার লালমনিরহাট জেলার বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরে দেশের গণতন্ত্র, বিচার ব্যবস্থা, পুলিশ ও জনপ্রশাসন সহ সামাজিক ব্যবস্থাগুলোকে র্ধ্বস করেছে। মিথ্যা মামলা দিয়ে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে আসতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। বর্তমান সরকারের বৈশিষ্ট অন্যান্য তত্বাবধায় সরকারের মতো নয়। এই সরকারের কাছে জনগণের আশা-আকাংঙা অনেক বেশি। তারা জনগণের আশা-আকাংঙা অনুযায়ী র্ধ্বস প্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে দ্রুত সংস্কার করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিয়ে মানুষের আকাংঙা প্রতিফলন ঘটাবে। এটাই জাতির আজকের প্রত্যাশা।
মির্জা ফখরুল তার বক্তব্যে বলেন, শহীদ জিয়ার স্মৃতি তুলে ধরে বলেন, শহীদ জিয়া খেলাধুলাকে প্রাধন্য দিয়েছিলেন।তার আমলে বাংলাদেশ একটি শক্তিশালী ফুটবল দল তিনি গঠন করেছিল। সেই পথ অনুসরণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার দেশে ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনকে প্রাধান্য দিয়েছিল। কিন্তুু বিগত আওয়ামী দুঃসাশনের আমলে অন্যান্য প্রতিষ্ঠানের মতো ক্রীড়া অঙ্গনকেও ধ্বংস করা হয়েছে। তিনি আর বলেন, আজকের ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে দেশে ক্রীড়া অঙ্গন কে পুনরুজ্জীবিত কর্মসূচী শুরু হলো।
অন্তর্বর্তী সরকারকে সংস্কারকাজ সম্পন্ন করতে যৌক্তিক সময় দিতে হবে বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেছেন, ‘সহনশীলতা দেখাতে হবে, সব সমস্যা রাজনীতিতে না গিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। ‘বর্তমান সরকারে বিতর্কিত কাউকে যেন উপদেষ্টার দায়িত্ব দেওয়া না হয়, সেদিকে খেয়াল রাখা উচিত। আমাদেরও সহনশীল হতে হবে। যাতে সুন্দর ও শৃঙ্খলভাবে দেশের সব সংস্কারকাজ সম্পন্ন করতে পারে। দেশের এমন একটি বিপ্লবের পর সব স্তর ভেঙে পড়েছিল।’
তিনি আরও বলেন,‘ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার প্রত্যেক সেক্টরকে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। তাই সংস্কার দ্রæতই সম্ভব নয়। যৌক্তিক সময় দেওয়া হলে সংস্কার পরিপূর্ণ হবে।’
টুর্নামেন্টে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও লালমনিরহাট জেলা সভাপতি সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নব নির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল, বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, অধ্যক্ষ দুলুর পত্মী লায়লা হাবিব, বিএনপির কেন্দ্রীয় পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও অধ্যাপক আমিনুল ইসলাম, রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু, রংপুর জেলার আহবায়ক সাইফুল ইসলাম, নীলফামারী জেলার আহবায়ক আলমগীর সরকার, অধ্যক্ষ দুলুর পূত্র আহমেদ হাবিব প্রমুখ। এসময় সৈয়দপুর রাজনৈতিক জেলাসহ রংপুর বিভাগের আট জেলা ও রংপুর মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন। উদ্বোধনী খেলায় অংশ নেয় নীলফামারী জেলা একাদশ বনাম লালমনিরহাট জেলা একাদশ।খেলার শুরুতে জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীত পরিবেশন করে জেলা জাসাসের শিল্পীবৃন্দ। পরে একটি মনোগ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।