২২ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৬ ডিসেম্বর, ২০২৪ - 06 December, 2024

চিকিৎসাধীন আরো দুই জনের মৃত্যু:এনিয়ে নিহত ৩, আহত ১

আমাদের প্রতিদিন
3 weeks ago
63


গোবিন্দগঞ্জ প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কর্ভাভ্যানের চাপায় ঝর্ণা বেগম,আব্দুল খালেক ও জিহাদ নামের ব্যাটারী চালিত অটোরিক্সার যাত্রী নিহত হয়েছেন। এরমধ্যে ঝর্ণা বেগম ঘটনাস্থলে ও আব্দুল খালেক এবং জিহাদ নামের দুজন হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। গতকাল (১১ নভেম্বর) সোমবার বেলা সাড়ে ১২টার দিকে দিনাজপুর- গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা উপজেলার দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী নয়াপাড়া গ্রামের আব্বাস আলীর স্ত্রী ঝর্ণা বেগম,একই গ্রামের  মৃত মাসিম খন্দকারের পুত্র আব্দুল খালেক ও গেল্লা মিয়ার পুত্র জাহিদ মিয়া। এ ঘটনায় আব্দুল খালেক (৪৫), দুলু মিয়া (৫০) ও জাহিদ মিয়া প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয় হয়। পরে তারে গুরুতর অবস্থায় বগুড়া শজীমেক হাসাপাতালে প্রেরণ করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় রাতে আরো দুজনের মৃত্যু হয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন বলেন একটি যাত্রীবাহি  ব্যাটারী চালিত রিক্সাভ্যান যাত্রী নিয়ে গোবিন্দগঞ্জ শহরের দিকে আসার সময় সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় হঠাৎ ভ্যানটির এক্সেল ভেঙে গেলে যাত্রীরা সকলেই সড়কের ওপর ছিটকে পড়ে। এসময় পিছন দিয়ে যাওয়ার সময় অজ্ঞাতনামা একটি কভার্ড ভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই ঝর্ণা বেগম নামের এক নারী নিহত ও অন্যরা আহত হয়। দ্রæত পালিয়ে যাওযায় কভার্ডভ্যাটি আটক করা সম্ভব হয়নি।

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth