সকালে স্বামী সন্ধ্যায় স্ত্রী’র মৃত্যু
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
গতকাল (১১ নভেম্বর) সোমবার সকালে স্বামী ও সন্ধ্যায় স্বামীর শোকে শোকাতুর স্ত্রী’র মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রংপুরের পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নের কাশিমপুর সাতঘড়ি পাড়ায়। এলাকাবাসী জানায়, ঘটনার দিন সকালে স্বামী আবুল কাশেম ফরায়েজী (৬৮)বাড়ি পাশে তার ছেলে রফিকুল ইসলামের জমিতে ধান কাটছিলেন। এ সময় তিনি অসুস্থ্য বোধ করায় বাড়ি আসে। এর পরপরই সকাল সাড়ে ১০টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়।
রাত ৯ টায় জানাজা শেষে তার লাশ পারিবারিক কবর স্থানে দাফন করার কথা। শেষ বিকেলে আবুল কাশেম ফারায়েজীর স্ত্রী সফুরা বেগম(৬০)অসুস্থ্য হয়ে পড়েন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় সফুরা বেগম মারা যান।
সোমবার রাত ১০ টায় স্বামী-স্ত্রীকে একযোগে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। প্রায় ৮ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কাশেম-সফুরা দম্পতি ৪ ছেলে ২ মেয়ে রয়েছে।