কৃষকের ধান কেটে দিলেন আনসার সদস্যরা
লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটের হাতীবান্ধায় অসহায় ও দরিদ্র কৃষকের পাকা ধান কেটে দিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।
গতকাল (১২ নভেম্বর) মঙ্গলবার সকালে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বড়খাতা, ফকিরপাড়া, সানিয়াজান ও সিঙ্গিমারী ইউনিয়নে প্রায় দশ বিঘা জমির ধান কেটে দেন আনসার সদস্যরা।
এ সময় হাতীবান্ধা উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা ধন চরণ নাথ, বড়খাতা ইউনিয়নের আনসার কমান্ডার মতিউর রহমান, ফকিরপাড়া ইউনিয়নের আনসার কমান্ডার হবিবর রহমান ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বড়খাতা এলাকার দরিদ্র কৃষক আবুল হোসেন বলেন, আমি টাকার অভাবে জমি থেকে পাকা ধান কাটতে পারছিলাম না। হঠাৎ আনসার সদস্যরা দলবেঁধে এসে আমার জমির ধান কাটতে সহযোগিতা করেছেন। আমি সহযোগীতাকারী আনসার ভাইদের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করি।
হাতীবান্ধা উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা ধন চরণ নাথ বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক ও লালমনিরহাট জেলা কমান্ডারের নির্দেশনায় অসহায় ও দরিদ্র কৃষকের পাকা ধান কেটে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। প্রাথমিকভাবে চার ইউনিয়নের শুরু হলেও পুরো হাতীবান্ধা উপজেলাতেই তাদের এই কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।