২৩ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৭ ডিসেম্বর, ২০২৪ - 07 December, 2024

গোবিন্দগঞ্জে ছাত্র ইউনিয়ন নেতা রুবেল’র ৩৮তম শাহাদত বার্ষিকী পালিত

আমাদের প্রতিদিন
3 weeks ago
46


গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মঙ্গলবার ছাত্র ইউনিয়ন নেতা শহীদ ময়নুল আখতার রুবেলের ৩৮তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।

কর্মসূচীর মধ্যে ছিল-শহীদ রুবেলের গ্রামের বাড়ী শিবগঞ্জ উপজেলার দেউলী গ্রামের মরহুমের কবর জিয়ারত, কালো ব্যাজ ধারণ, কোরআন খতম, দোয়া মাহফিল ও স্মরণ সভা। বিকালে গোবিন্দগঞ্জ উপজেলা সিপিবি’র অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সিপিবি’র সভাপতি অশোক কুমার আগারওয়ালা। উপজেলা সিপিবি’র সাধারণ সম্পাদক আল মামুন মোবারকের উপস্থাপনায় অনুষ্ঠিত উক্ত স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য তাজুল ইসলাম উপজেলা সিপিবি’র সাবেক সভাপতি মেহেরুল ইসলাম বাবলু উপজেলা সিপিবি’র সহ সম্পাদক রোজাউল করিম রঞ্জু, পৌর সিপিবি’র সাধারণ সম্পাদক আদনান ডাবলিন, উপজেলা সিপিবি’র সদস্য দেলোয়ার হোসেন ও ওয়াহেদুন্নবী মিলন, উপজেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ প্রমূখ। উল্লেখ্য, বিগত ১৯৮৬ সালের ১২ নভেম্বর প্রতিপক্ষ একটি ছাত্র সংগঠনের সাথে সংঘর্ষে তৎকালীন ছাত্র ইউনিয়ন নেতা ময়নুল আখতার রুরেল আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth