১৯ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৪ ডিসেম্বর, ২০২৪ - 04 December, 2024

চতরা ইউনিয়ন আ’লীগে নেতা গ্রেফতার

আমাদের প্রতিদিন
2 weeks ago
64


পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক জিয়াউর রহমান জিয়াকে পীরগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করেছে ।

গতকাল (১২ নভেম্বর )মঙ্গলবার রাতে চতরাহাট নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানায়, উপজেলার চতরা ইউনিয়নের অনন্তপুর গ্রামের মৃত্য খবির উদ্দিনের পুত্র ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক ও সাবেক ইউপি সদস্য জিয়াউর রহমান জিয়া পীরগঞ্জ থানার একটি মামলার আসামী । যাহার মামলা নং-২৫, তাং-২৮/০৮/২৪ ধারা ১৪৩/১৪৭/১৪৮/৩৮০/৪৩৬/৪২৭/৫০৬(২)/১১৪/৩৪ পেনাল কোড । রাতে চতরা ইউনিয়ন বিট পুলিশের এসআই হাবিবুর রহমান হাবিব গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাসা থেকে জিয়াকে গ্রেফতার করে ।

উল্লেখ চতরা হাটের বিশিষ্ট গালামাল ব্যবসায়ী মৃত রমজান আলীর ছেলে আতিয়ার রহমান হত্যা মামলার মূল আসামি জিয়াউর রহমান জিয়া। তাকে আটক করার ফলে চতরা এলাকার লোকজন খুশি।

এলাকার সুধীমহরা বলছেন, আতিয়ার রহমানের স্ত্রীর সাথে দীর্ঘদিন থেকে পরকীয়া ছিল জিয়া'র। সংসারের অনেক জমি বিক্রি করা হয়েছে এবং সেই টাকা জিয়া হাতে তুলে দিয়েছে তার স্ত্রী। মৃত্যুর কদিন আগে চতরা বন্দরে কয়েক লাখ টাকার জমি বিক্রি করে আতিয়ার,সেই টাকা জিয়ার হাতে। বিষয়টিকে কেন্দ্র করে গত ০৯/০৭/২৪ গভীর রাতে তার টিনের দোকানে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করে। স্থানীয় লোকজন আতিয়ার কে দোকান ঘর থেকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য পাঠালে রাস্তার মধ্যেই তার মৃত্যু হয়। এটি নাটকীয় হত্যা বলে তারা দাবি করেন।

আতিয়ার রহমানের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, এই হত্যার দায়ভার জিয়া কে নিতে হবে, কারন মৃত্যু ব্যক্তির স্ত্রীর সাথে পরকীয়ার দায়ে বেশ কয়েকদিন চতরা বন্দরের বাসায় পরিবারের লোকজন হাতেনাতে আটক করে। জিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ায় তার প্রভাবের কারনে কেউ বিচার করতে পারেনি।

আতিয়ার রহমানের মৃত্যুর বিষটি আমলে না নিয়ে পীরগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন ইউডি মামলা চালিয়ে দেয়। হত্যা মামলার কুলকিনারা না পেয়ে আতিয়ার রহমানের মা ফেরেজা বেগম রংপুর বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন বলে তিনি জানান। তিনি আরও বলেন আমার সংসারে কোন সচেতন অভিভাবক নেই এবং আমার ছেলের মৃত্যু জন্য দায়ী জিয়া আমি ছেলে হত্যার বিচার চাই।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমএ ফারুক বলেন, জিয়াউর রহমান জিয়াকে রাজনৈতিক হামলায় আটক করা হয়েছে এবং বুধবার সকালে তাকে রংপুর কোর্টে প্রেরন করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth