গঙ্গাচড়া মডেল থানার অভিযানে ১৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারি আটক
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের গঙ্গাচড়া মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে শাহিদুল ইসলাম নামে এক মাদক কারবারি আটক হয়েছে।
শহিদুল উপজেলার গজঘন্টা এলাকার শফিকুল ইসলামের ছেলে। স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল (১২ নভেম্বর) মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে আটক শফিকুল মর্নেয়া ইউনিয়নের তালপট্টি নরসিং এলাকায় ফেনসিডিল বিক্রয় করছিলো। গোপন সংবাদে গঙ্গাচড়া থানা পুলিশের ওসি আল এমরান এর নেতৃত্বে
এসআই লুৎফর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শফিকুলকে আটক করে। এ সময় তার মোটরসাইকেলের হুক এ ঝোলানো কালো রঙের ব্যাগের ভিতর হতে ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান জানান আটক শফিকুলকে মাদক আইনের মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।