গঙ্গাচড়ায় সনাতনী ধর্মসভা অনুষ্ঠিত
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
জাগরণ উথান একাদশী উপলক্ষে রংপুরের গঙ্গাচড়ায় সনাতনী ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১২ নভেম্বর) মঙ্গলবার রাতে উপজেলার বেতগাড়ী ইউনিয়নের আলদাদপুর এলাকায় অনুষ্ঠিত সনাতনী ধর্ম সভায় সভাপতিত্ব করেন জ্যোতি কৃষ্ণ রায়। এতে প্রধান অতিথি ছিলেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক
দেবাশীষ সরকার দেবা।
এসময় বেতগাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান প্রামানিক লিপ্টন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রংপুর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক তপন কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবদ্বীপ কুমার রায়।