২২ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৬ ডিসেম্বর, ২০২৪ - 06 December, 2024

জামিনে মুক্তি পেয়ে মামলা তুলে নিতে বাদী কে প্রাণ নাশের হুমকী

আমাদের প্রতিদিন
3 weeks ago
59


মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:

রংপুরের মিঠাপুকুরে মারপিট করে গুরুতর আহত করার অভিযোগে নথি ভুক্ত  মামলা তুলে নিতে বাদীকে  আসামীদে বাদী ও তার পরিবার কে প্রান নাশ সহ বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন  অব্যাহত রেখেছে। ফলে ও হুমকির মুখে নিরাপত্তাহীনতায় দিন কাটছে বাদী তার  পরিবারের। এদিকে মামলার অগ্রগতিতে দুই  আসামীর পর্যায়ক্রমে ৪ও ৩  মাসের কারাদন্ডাদেশ প্রদান করে বিঙ্গ আদালত রায় প্রদান    করেন।বিঙ্গ আদালতের   রায়ের বিপরীতে আসামীগন বিঞ্গ আদালতে না রাজী করে একটি  আপিল মামলা দায়ের করেন।  আসামীরা জামিনে মুক্তি  পেয়ে  বাদী ও তার পরিবার কে হুমকী ধামকি অব্যাহত রেখেছে।ফলে বাদী ও তার পরিবার নিরাপত্তার হীনতায়  ভুগছে এ বিষয়ে মামলার বাদী আ: মান্নান   মিঠাপুকুর থানায় একটি সাধারন ডায়েরী করেছেন। 

থানার সাধারন ডায়েরী ও  অভিযোগ সুত্রে জানা যায়,উপজেলার ময়েনপুর ইউনিয়নে চকদুর্গাপুর গ্রামের মৃত আব্দুল জোব্বারের পুত্র আ: মান্নান সরকারের সাথে প্রতিবেশী  হাসেন আলী ওরফে হাছেন আলী, আকমল হোসেন, ও শারিজুল গংদের সহিত জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে  আ: মান্নান ও তার স্ত্রী নিলুফার ইয়াসমিন কে ধারালো অস্ত্র  দিয়ে কুপিয়ে  গরুতর আহত করে । এ ঘটনায় আ: মান্নান বাদী হয়ে মিঠাপুকুর থানায়একটি মামলা দায়ের  করেন যাহার নং ১৮,তারিখ  ১১/০৮/১৬ একটি মামলা দায়ের করেন। । যাহার জিআর  মামলা নং ৩৬৪/১৬। উক্ত মামলার এজাহার নামীয় ১ নং আসামী হোসেন আলী ওরফে হাছেন আলীর ৪  মাস ও  ২নং আসামী শারিজুল ইসলামের ৩  মাস সাজা প্রদান করে বিঙ্গ আদালত রায় ও প্রদান করেন। আদালতের   রায়ের বিরুদ্ধে  আসামিপক্ষ (না রাজি)  আপীল     আদালতে একটি মামলা আনায়ন করেন। এতে  আসামীরা বিঙ্গ আদালতে জামিনে মুক্তি পান। বর্তমানে  আসামীরা জামিনে পেয়ে বাড়িতে  এসে মামরার বাদী আ: মান্নান সরকার  ও তার পরিবার কে মামলা তুলে নিতে হুমকী ধামকি অব্যাহত রেখেছে। এ ঘটনায় মামলার  বাদী ও তার পরিবার জীবনের নিরাপত্তা  চেয়ে মিঠাপুকুর থানায় একটি সাধারন ডায়েরী করেছেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth