২৩ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৭ ডিসেম্বর, ২০২৪ - 07 December, 2024

তারাগঞ্জে ওয়াজ মাহফিলে মোটরসাইকেল চুরি

আমাদের প্রতিদিন
3 weeks ago
258


তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

তারাগঞ্জে ওয়াজ মাহফিল থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গত গতকাল মঙ্গলবার (১২ নভেম্বর) বিকালে হাড়িয়ারকুঠি ইউনিয়নের খলেয়া নন্দরামের খিয়ারডাঙ্গা এলাকায় অনুষ্ঠিত ইসলামিক ওয়াজ মাহফিল এলাকায় মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মোটর সাইলের মালিক শাহজাহান বাদশা থানায় একটি জিডি করেছেন।

খোঁজ নিয়ে জানাগেছে, মঙ্গলবার বিকালে হাড়িয়ারকুঠি ইউনিয়নের পাতাইপাড়া গ্রামের বাসিন্দা শাহজাহান বাদশা তার বাজাজ প্লাটিনা  (রেজিস্ট্রেশন নং-লালমনিরহাট-হ-১২-০৬৫৯) মোটরসাইকল নিয়ে একই ইউনিয়নের খিয়ারডাঙ্গা মাঠে অনুষ্ঠিত ইসলামিক ওয়াজ মাহফিল শোনার জন্য বিকাল ৩টার দিকে আসেন। ওয়াজ মাহফিলের পাশেই অত্র এলাকার বাসিন্দা মোজাফফর হোসেনর বসতবাড়ীর সামনে লক করে রেখে ওয়াজ মাহফিলের ভিতরে গিয়ে বসেন। ওয়াজ মাহফিলের বিকাল সাড়ে ৫টার দিকে শেষ হলে মোটরসাইকেল রাখার স্থানে এসে দেখেন তার মোটরসাইকেলটি নেই। পরে তিনি সহ মাফহফিলের আয়োজন কমিটির লোকজন অত্র এলাকায় খোঁজ করে না পেয়ে ওইদিন রাতে  তিনি তার মোটরসাইকেল নিতে এসে দেখেন  তার মোটরসাইকেলটি চুরি হয়েছে। এ ঘটনা শাহজাহান বাদশা তারাগঞ্জ থানায় একটি জিডি করেছেন। তারাগঞ্জ থানার ওসি আবু বক্কর সিদ্দিক অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করেছেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth