১৯ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৩ ডিসেম্বর, ২০২৪ - 03 December, 2024

পীরগাছায় আওয়ামী লীগ নেতার প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ

আমাদের প্রতিদিন
2 weeks ago
118


নিজস্ব প্রতিবেদক:

রংপুরের পীরগাছায় আওয়ামী লীগ নেতার প্রভাব খাটিয়ে ভমিদস্যূ ও মাদক কারবারী ইয়াকুব আলী জোর করে জমি দখল করার প্রতিবাদে এবং তার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভক্তভোগী পরিবার।আজ (১৩ নভেম্বর)  বুধবার বিকেলে রংপুর জেলার পীরগাছা দেউতি বাজার আরাজি চালুনিয়া আমিনটারী বাসায় এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নুরুল ইসলাম। তিনি বলেন, তফসিল বর্ণিত জমি পৈতৃকসুত্রে আমরা ওয়ারিশগণ ভোগা করে আসতেছি। পৈতৃক সুত্রে জমির মালিক আমরা হলেও ৬২ সনের রেকর্ডে জমি কতিপয় কেরাতুল্লাহর নামে রেকর্ড হয়। পরবর্তীতে আমরা আদালতে মামলা করলে আদালত আমাদের পক্ষে ৭৬ সনে রয় প্রদান করেন । ৬২ সনে কোন মূলে রেকর্ড হয় তাদের নামে ব্যাখা চাইলে প্রতিপক্ষ কোনো প্রমাণ দেখাতে পারেননি। পক্ষান্তরে প্রতিপক্ষ আপিল করলে আদালতে সবকিছু বিবেচনা করিয়ে মামলাটির রয় আমাদের পক্ষে দেন। এবং মামলাটি নিষ্পত্তি করেন। তিনি আরও বলেন, পরবর্তীতে কতিপয় কেরাতুল্লাহ'র নাতি ইয়াকুব আলী বিভিন্ন সময় প্রভাব খাটিয়ে জমি দাবী করে। যা সম্পূর্ণ ভিত্তিহীন। ইয়াকুব জালী এলাকার চিহ্নিত মাদক কারবারী। পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি তসলিম উদ্দিনের ছত্রছায়ায় এলাকায় বিভিন্ন সময় প্রভাব খাটায় মাদক কারবারী ইয়াকুব আলী। জমিটি পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি তসলিম উদ্দিন, ২ নং পারুল ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ও এলাকার মাতব্বর নুরুল আমিনের প্রভাবে আওয়ামী সন্ত্রাসী বাহিনী দ্বারা দখল করে। আমরা ওয়ারিশগণ বাঁধা দিলে ইয়াকুব তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের উপর হামলা করে। হামলায় আমারা বেশ কয়েকজন গুরুতর আহত অবস্থায় মেডিকেলে ভর্তি হই। আমাদের উপর হামলা করে উল্টো তারাই প্রভাব খাটিয়ে আমাদের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। আমরা তাদের ক্ষমতার সাথে না পেরে আদালতের দ্বারস্থহই পরবর্তীতে আদালত চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে স্ব স্ব অবস্থানে থাকার নির্দেশ প্রদান করেন। কিন্তু ভমিদস্যু ইয়াকুব আদালতের নির্দেশ অমান্য করে আবারো জমি চাষ করেন। নুরুল ইসলাম আরও বলেন, বিভিন্ন সময় ভমিদস্যু ইয়াকুব আমাকে ও আমার পরিবারসহ সকল ওয়ারিশগণকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। তিনি আরও বলেন, পীরগাছা থানায় এখনো আওয়ামীলীগের দোসররা বসে আছে। তাই এই আওয়ামীলীগের নেতাদেরকে গ্রেফতার করতে পারছে না। দিন দুপুরে জমি দখল করতে আসছে এবং আমাদের পরিবারের উপরে সন্ত্রাসী হামলা চালাচ্ছে। তবুও পুলিশ দেখছে না। এর আগে পুলিশকে খবর দিলে, পুলিশ বলে, আপনারা বাসায় জান আমরা যাচ্ছি। পরে আর আসে না। পরের দিন আবারও পুলিশকে অবগতি করছে বলে বিকেলে যাবো। এভাবে করে দিন পার করছে পুলিশ। মাদক কারবারী ইয়াকুব আলী পুলিশকে টাকা দিয়ে এলাকায় মাদকের রমরমা কারবারী চালাচ্ছে। এই মাদক কারবারী ইয়াকুব আলীর সিন্ডিকেট ধরছে না পুলিশ। পুতি মাসে মোটা অঙ্কের টাকা নিয়ে থাকে পীরগাছা থানার পুলিশ। বিষয়টি নিয়ে আমি ও আমরা আপনাদের সহযোগিতায় সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের অনুরোধ জানাচ্ছি। এসময় আজিজুল ইসলাম, নুর ইসলাম, নুরুল হক, আব্দুল রহিম, বায়জীদ, হবিবুর রহমান, নুরুল আমিন ও নওশাদসহ স্থানীয় উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth