২২ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৬ ডিসেম্বর, ২০২৪ - 06 December, 2024

পাওয়ার টিলারে মিলল ৩০৫ বোতল ফেনসিডিল, আটক-২

আমাদের প্রতিদিন
3 weeks ago
38


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়ায় একটি পাওয়ার টিলার থেকে ৩০৫ বোতল ফেনসিডিল উদ্ধারসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার ভেলাকুড়ি কাশেম বাজার এলাকার মৃত জোনাব আলীর ছেলে জিয়ারুল ইসলাম (২৫) ও মধ্যম কাদমা এলাকার মিয়াকুল হোসেনের ছেলে হারুন অর-রশিদ (২৪)।

স্থানীয় ও থানা পুলিশ সুত্রে জানা গেছে, গতকাল (১৩ নভেম্বর) বুধবার বিকেলে জিয়ারুল ও হারুন লালমনিরহাটের কাকিনা বাজারের দিক থেকে শ্যালো মেশিন চালিত পাওয়ার টিলারে করে  রংপুর শহরের দিকে যাচ্ছিলো। গোপন সংবাদে গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান এর নেতৃত্বে এসআই মোয়াজ্জেম উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ উপজেলার গজঘণ্টা ইউনিয়নের  হাবু বালারঘাট ব্রীজের  সামনে থেকে তাদেরকে আটক করে। এসময় পাওয়ার টিলারে অভিনব কায়দায় রাখা ৩০৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে মাদক আইনের মামলায় বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth