২৩ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৭ ডিসেম্বর, ২০২৪ - 07 December, 2024

গাইবান্ধায় বড় ভাই খুনের মামলায় ছোট ভাই  মৃত্যুদণ্ড

আমাদের প্রতিদিন
3 weeks ago
63


বায়েজীদ পলাশবাড়ী (গাইবান্ধা):

গাইবান্ধায় ভাত খাওয়াকে কেন্দ্র করে পারিবারিক কলহে ছোট ভাইয়ের হাতে বড় ভাই শহিদুল ইসলাম খুনের ঘটনার মামলায় অভিযুক্ত ছোট ভাই আরিফ বিল্লাহকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। গত ২০২১ সালের ১৬  নভেম্বর জেলার সাদুল্যাপুর উপজেলার হাসানপাড়ায় এ ঘটনা ঘটেছিল। মামলাটির দীর্ঘ শুনানি শেষে গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ১ম আদালতের বিচারক আতিকুর রহমান ১৪ নভেম্বর বৃহস্পতিবার এ রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবি এ্যাড. নিরঞ্জন কুমার ঘোষ সাংবাদিকদের নিকট এ রায়ে সন্তোষ প্রকাশ করলেও । মামলার আসামী পক্ষের আইনজীবি এ্যাড. আবু আলা সিদ্দিকুল ইসলাম রিপু অসন্তোষ প্রকাশ করেন এবং উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।

এ মামলার এজাহার সুত্রে জানা যায়,গত ২০২১ সালের ১৬  নভেম্বর জেলার সাদুল্যাপুর উপজেলার হাসানপাড়ায় পারিবারিক কলহের জেরে সামান্য ভাত খাওয়াকে কেন্দ্র করে ছোট ভাই আরিফ বিল্লাহ এবং মা হামিদা বেগমের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই রাইস কুকারে লাথি মারলে উপরের অংশ ভেঙ্গে যায়।পরে বড় ভাই শহিদুল ইসলাম  ছোট ভাইয়ের কাছে রাইস কুকার ভাঙ্গার বিষয়ে জানতে চাইলে ছোট ভাই আরিফিবিল্লাহ উত্তেজিত হয়ে বারান্দায় থাকা কাঠের বাটাম দিয়ে বড় ভাই শহিদুল ইসলামের মাথায় আঘাত করে। এতে বড় ভাই শহিদুল ইসলাম গুরুতর আহত হয়। স্বজনরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একদিন পর বড় ভাই শহিদুল ইসলাম মৃত্যুবরন করেন। এঘটনায় শহিদুল ইসলামের স্ত্রী তাসফুরা আক্তার বাদী হয়ে গত ২০২১ সালের  ২০ নভেম্বর এ সাদুল্যাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায়  নিহত ও দণ্ডপ্রাপ্ত আসামীর বাবা ও মাসহ মোট ২০ জন স্বাক্ষী ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth