রৌমারীতে মাসস্তুল ফাউন্ডেশন এর নগদ অর্থ প্রদান
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে আল যাকাত ও মাসস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে ৩টি মসজিদ নির্মানের জন্য নগদ অর্থ প্রদান করা হয়।আজ (১৪ নভেম্বর) বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে ওই তিনটি মসজিদের পরিচালনা কমিটির সভাপতির কাছে এই নগদ অর্থ প্রদান করেন ফাউন্ডেশন কর্তৃপক্ষ।
নগদ অর্থ পাওয়া মসজিদগুলো হলো উপজেলার রৌমারী সদর ইউনিয়নের রতনপুর, বন্দবেড় ইউনিয়নের ঝুনকিরচর ও চরশৌলমারী ইউনিয়নের সোনাপুর গ্রাম জামে মসজিদ। এসব মসজিদ ভবনের ওয়াল, ওযুখানা, টয়লেট, পানির টেংকি, বারান্দা, মেঝে প্লাস্টার, জানালা ও দরজাসহ বিভিন্ন নির্মাণ কাজে এই নগদ অর্থ ব্যয় করা হবে।
নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল যাকাত সাদাকা ও মাসস্তুল ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার আশরাফুল আলম, আরএসডিএ’র নির্বাহী পরিচালক মো. ছাইফুর রহমান প্রমূখ।