১৯ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৩ ডিসেম্বর, ২০২৪ - 03 December, 2024

বিরামপুরে মাদক কারবারির কারাদণ্ড

আমাদের প্রতিদিন
2 weeks ago
68


বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

বিরামপুর থানা পুলিশের অভিযানে আটক মাদক কারবারিকে ভ্রাম্যমান আদালত মাসের কারাদণ্ড দিয়েছে। পুলিশ শুক্রবার (১৫ নভেম্বর) তাকে দিনাজপুর কারাগারে পাঠিয়েছে।

জানা গেছে, পৌর শহরের কেডিসি রোডে গাঁজা বিক্রির সময় থানার উপ-পরিদর্শক হায়দার আলী অভিযান চালিয়ে এলাকার মৃত: জসিম উদ্দিনের ছেলে লিমন হোসেনকে (২০) গাঁজাসহ আটক করেন। তাকে উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওনের ভ্রাম্যমান আদালতে তোলা হলে আদালত লিমনকে মাসের কারাদণ্ড প্রদান করেন।

অপরদিকে থানার উপ-পরিদর্শক আমির হোসেন চাকুল রাস্তায় অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিলসহ রোমাইন হোসেনকে (২৮) আটক করেন। তিনি উপজেলার খয়েরবাড়ি মির্জাপুর গ্রামের মৃত: অফিল উদ্দিনের ছেলে।

বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, দণ্ডপ্রাপ্ত লিমনকে শুক্রবার (১৫ নভেম্বর) দিনাজপুর কারাগারে এবং ফেন্সিডিলসহ আটক রোমাইনকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth