বিরামপুরে মাদক কারবারির কারাদণ্ড
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
বিরামপুর থানা পুলিশের অভিযানে আটক মাদক কারবারিকে ভ্রাম্যমান আদালত ৬ মাসের কারাদণ্ড দিয়েছে। পুলিশ শুক্রবার (১৫ নভেম্বর) তাকে দিনাজপুর কারাগারে পাঠিয়েছে।
জানা গেছে, পৌর শহরের কেডিসি রোডে গাঁজা বিক্রির সময় থানার উপ-পরিদর্শক হায়দার আলী অভিযান চালিয়ে ঐ এলাকার মৃত: জসিম উদ্দিনের ছেলে লিমন হোসেনকে (২০) গাঁজাসহ আটক করেন। তাকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওনের ভ্রাম্যমান আদালতে তোলা হলে আদালত লিমনকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।
অপরদিকে থানার উপ-পরিদর্শক আমির হোসেন চাকুল রাস্তায় অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিলসহ রোমাইন হোসেনকে (২৮) আটক করেন। তিনি উপজেলার খয়েরবাড়ি মির্জাপুর গ্রামের মৃত: অফিল উদ্দিনের ছেলে।
বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, দণ্ডপ্রাপ্ত লিমনকে শুক্রবার (১৫ নভেম্বর) দিনাজপুর কারাগারে এবং ফেন্সিডিলসহ আটক রোমাইনকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।