২২ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৬ ডিসেম্বর, ২০২৪ - 06 December, 2024

মানবতাবিরোধী কাজ করে ক্ষমা না চাইলে, দেশের মানুষও তাদের ক্ষমা করবে না  -রুহুল আমিন

আমাদের প্রতিদিন
2 weeks ago
76


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

গঙ্গাচড়া উন্নয়ন ফোরামের সভাপতি জাতীয়তাবাদী প্রচার দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রুহুল আমিন বলেছেন, বাংলাদেশটি আমরা সহজে পাইনি। ১৯৭১ সালে মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর ৩০ লক্ষ শহীদের রক্তের লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের ভাই বোনকে হারানোর বিনিময়ে আমরা লাল সবুজের পতাকাটা পেয়েছি। মানবতাবিরোধী হিসেবে একটি গোষ্ঠী এখনো রয়েছে। তারই ধারাবাহিকতায় দেখা যাচ্ছে ২৪ সালের আগস্ট মাসে যেটা আমরা নিজ চোখে দেখেছি ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ শিশু সন্তানকে কিভাবে গুলি করে মেরেছে। অতএব যারা মানবতাবিরোধী কাজ করে তারা যদি তাদের কর্মকান্ডের জন্য দেশের মানুষের কাছে ক্ষমা না চায়, দেশের কেউ তাদের ক্ষমা করবে না। সেটা ২০২৪ সাল হউক বা ১৯৭১ সাল। রংপুরের গঙ্গাচড়ায় কিশামত কুতুব মদিনাতুল উলুম খালেকিয়া শিশু সদন এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে ২য় বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

গত বুধবার রাতে অনুষ্ঠিত কুরআন মাহফিলে প্রধান মুফাচ্ছির ছিলেন বড় রংপুর কারামতিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মুহাম্মদ শাইখুলল ইসলাম। সময় মাওলানা মুহাম্মদ সাইদুর রহমান পীর সাহেবের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত এলজিইডি কর্মকর্তা আবুল কাশেম, তারাগঞ্জ রাধারানী মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূরে আলম সিদ্দিক সাজু, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুল মতিন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হামিদ মাস্টার, অবসরপ্রাপ্ত শিক্ষক মোকসেদ আলী প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth