ঘোড়াঘাটে সার আটক ও কীটনাশকের দোকানে জরিমানা
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি-
দিনাজপুরের ঘোড়াঘাটে সার পাচার কালে ২৬ বস্তা সার আটক করা হয় এবং উপজেলার কয়েকটি বাজারে সারের ডিলার ও কীটনাশকের দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট উপজেলা থেকে ২৬ বস্তা ড্যাপ, টিএসপি,মপ সার পার্শ্ববর্তী জয়পুরহাটের কালাই উপজেলায় পাচারকালে পাচারকারীকে আটক করা হয়।
এ ছাড়াও উপজেলার রানীগঞ্জ ও ডুগডুগিহাট বাজারের কয়েকটি সারের ডিলার ও কীটনাশকের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অনিয়ম পাওয়ায় একজন ডিলারকে ২০ হাজার টাকা, দুটি কীটনাশকের দোকানে ৫ হাজার করে ১০ হাজার টাকা, জয়পুরহাট জেলার একজন বাসিন্দাকে ৩ হাজার টাকা সহ সর্বমোট ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওসার বলেন, উপজেলার জন্য বরাদ্দকৃত সার অন্য জেলা বা উপজেলায় বিক্রয় না করতে, সারের মূল্য তালিকা টাঙ্গাতে হবে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে সার, বীজ ও কীটনাশক বিক্রয় করা যাবে না এবং মেয়াদোত্তীর্ণ সার বা কীটনাশক বিক্রয় না করতে এবং সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য নিয়ম নীতি অনুসরণ করতে কঠোরভাবে সতর্ক করা হয়।
এ অভিযান পরিচালনা কালে আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মো. রফিকুল ইসলাম ও এসআই কাজল রায় সহ পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।