হিলিতে নারী উদ্যোক্তা ফোরামের অফিস উদ্বোধন
হিলি প্রতিনিধি:
"সততার সাথে আত্মবিশ্বাসের পথে" এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে উপজেলায় বেকার শিক্ষিত নারী পুরুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আনন্দ মুখর পরিবেশে "হিলি উদ্যোক্তা" পরিষদের অফিস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে হাকিমপুর উপজেলা পরিষদ এর মেইন গেটের সামনে মাজেদুল ইসলাম এর দুতলায় কেক কেটে আনন্দ ও উৎসব মুখর পরিবেশে অফিসটি উদ্ভোধন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলায়াত এবং পরে ফিতা কেটে উদ্বোধন করা হয়। পরে হিলি উদ্যোক্তা পরিষদের নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন সফল উদ্যোক্ত ট্রেইনার আমেনা আক্তার শাহাজাদী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাওসার পারভীন লিপি।
এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, হাকিমপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক কামরুন্নাহার রোজী, হিলি উদ্যোক্তা পরিষদের উপদেষ্টা মেরিন মোস্তফা, বগুড়া মরিয়ম জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক রাকিব হাসান, মোফাজ্জল হোসেন, হিলি উদ্যোক্তার নবনির্বাচিত সভাপতি জাকিয়া ডলি, সাধারণ সম্পাদক শিরিন আক্তার শিফা, হিলি উদ্যোক্তা সদস্য আনারুল আলম সহ হিলি উদ্যোক্তার সকল সদস্যগণ।
আলোচনা সভায় উদ্যোক্তরা তাদের নিজ নিজ পরিচয় ও কাজের অভিজ্ঞতা শেয়ার করেন। আলোচনা সভা শেষে, হিলি উদ্যোক্তা পরিষদের নতুন কমিটির সভাপতি জাকিয়া ডলি, সাধারণ সম্পাদক শিরিন আক্তার শিফা সহ ১৫ সদস্যর কমিটি ঘোষণা করা হয়।