বিরলে ১ জন যুবলীগ নেতা গ্রেফতার
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে তান্ডবের ঘটনায়
আতিউর রহমান, বিরল (দিনাজপুর):
২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে ধানের শীষ মার্কার নির্বাচনী প্রচারনা ক্যাম্পে তান্ডব ঘটনার মামলায় ইউনিয়ন যুবলীগের নেতা গ্রেফতার। এ মামলায় পুলিশ এ পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করল।
এ মামলায় সাবেক নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপিকে প্রধান আসামী করে উপজেলা আওয়ামী লীগের বর্তমান ও সাবেক সভাপতি/সম্পাদকসহ ১৩০ জনের নাম উল্লেখসহ উপজেলা, পৌর আওয়ামী লীগ ও ইউনিয়ন, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীসহ অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে ওই মামলা করা হয়। এ মামলায় পুলিশ এ পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছে। এর আগে নাড়াবাড়ী বাজার এলাকার মৃত তফিজ উদ্দীনের ছেলে ৪ নং শহরগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সহসাধারন সম্পাদক এজাহার নামীয় আসামী মহসিন ও বিরল পৌরসভার ধজিরপাড়া গ্রামের মৃত মোজাম্মেল হক এর ছেলে ৬ নং ওয়ার্ড পৌর যুবলীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন পানুয়া এবং গতকাল শনিবার ৪ নং শহরগ্রাম ইউনিয়নের ওকড়া গ্রামের নাজিম উদ্দীনের ছেলে শহরগ্রাম ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলামকে বিরল পৌর শহর থেকে গ্রেফতার করেছে পুলিশ।
বিরল পৌর বিএনপি’র সহ-সভাপতি ইসকান্দার হাসান (৫৪) বাদী হয়ে বিরল থানায় ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩ তৎসহ ১৮৬০ সালের পেনাল কোড এর বিভিন্ন ধারায় গত ২৯ অক্টোবর/২০২৪ এই মামলা নং-২৪/২১৮ দায়ের করেন।