পীরগাছায় নিখোঁজ স্কুল ছাত্রী সুমাইয়ার সন্ধান চান বাবা-মা
পীরগাছা(রংপুর)প্রতিনিধি:
রংপুরের পীরগাছায় গত ১০ দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছেনা সুমাইয়া (১০) নামে ৫ম শ্রেণির এক ছাত্রীকে। সে গত ৬ নভেম্বর থেকে নিখোঁজ রয়েছে। সুমাইয়া উপজেলার কল্যানী ইউনিয়নের ফকিরা গ্রামের সেলুন ব্যবসায়ী শফিকুল ইসলামের মেয়ে। সে স্থানীয় বড়দরগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী। নিখোঁজ হওয়ার ১০ দিন অতিবাহিত হলেও কোন খোঁজ না মেলায় সুমাইয়ার পরিবারে চরম উৎকন্ঠা ও অনিশ্চয়তা বিরাজ করছে। এ ব্যপারে মাহিগঞ্জ মেট্রোপলিটন থানায় সাধারন ডাইরি করা হয়েছে।
সুমাইয়ার বড় ভাই মাসুদ রানা জানান, ৬ নভেম্বর সকাল আনুমানিক ১০টার দিকে সুমাইয়া স্কুল ড্রেস পরিহিত অবস্থায় তার মাকে খেলার কথা বলে বাড়ির বাইরে যায়। সেদিন দুপুরের দিকে তার মা তাকে খোঁজ করতে থাকলে সুমাইয়ার খেলার সাথীরা জানায় সে তার বান্ধবীর জন্মদিনের কথা বলে অনেক আগেই চলে গেছে। পরে তার মা স্কুলে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারেন সেদিন তার কোন বান্ধবীর জন্মদিন ছিলনা। সেদিনের পর থেকে আজ ১০ দিন অতিবাহিত হলেও সুমাইয়ার কোন খোঁজ পাওয়া যায়নি।
সুমাইয়া নিখোঁজের পর তার পরিবারের লোকজন, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশিরা সম্ভাব্য বিভিন্ন জায়গায় সন্ধান চালালেও অদ্যাবধি তার সন্ধান পাচ্ছেননা। এ দিকে একমাত্র মেয়েকে হারিয়ে পাগলপ্রায় সুমাইয়ার মা মঞ্জুয়ারা বেগম। তিনি তার মেয়েকে খুঁজে পেতে সকলের কাছে সহযোগিতা কামনা করেন।
এ বিষয়ে মাহিগঞ্জ মেট্রোপলিটন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, নিখোঁজ সুমাইয়াকে উদ্ধারে পুলিশ অত্যন্ত তৎপর রয়েছে। আমাদের অফিসার প্রতিনিয়ত সেখানে যাচ্ছেন। সুমাইয়ার স্কুলে খোঁজ খবর নেওয়া হয়েছে। সিসি টিভি ফুটেজ চেক করা হয়েছে। কিন্তু কোন ক্ল্ ুপাওয়া যাচ্ছে না। সুমাইয়াকে উদ্ধারে আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।