১৯ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৩ ডিসেম্বর, ২০২৪ - 03 December, 2024

গংগাচড়া থানা পুলিশের অভিযানে প্রতারণার  টাকাসহ আটক-১

আমাদের প্রতিদিন
2 weeks ago
237


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়া মডেল থানা পুলিশের অভিযানে প্রতারণার টাকাসহ  প্রতারক চক্রের হাছান আলী (৪৭) নামে এক সদস্য আটক হয়েছে।

আটক হাছান আলী গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার পুটিমারী পূর্বপাড়া সিট মনোহরপুর গ্রামের আবু তালেব ব্যাপারীর ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, হাছান আলী শুক্রবার বেলা দুইটার দিকে উপজেলার মহিপুর  বাজারের দিক থেকে রংপুর শহরের দিকে যাচ্ছিল। গোপন সংবাদে গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান এর নেতৃত্বে  এসআই তানজিল হক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গজঘন্টা ইউনিয়নের হাবু বালারঘাট  ব্রীজ এলাকা থেকে হাছানকে আটক করে।

এ সময় তার পকেটে থাকা নগদ দুই লাখ ছিয়ানব্বই  হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

পরে প্রতারণার শিকার ব্যক্তি থানায় এসে মামলা দায়ের করে।

গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান জানান, আটক হাসানকে প্রতারণার মামলায় জিজ্ঞাসাবাদ শেষে শনিবার আদালতে সোপর্দ  করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth