২২ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৬ ডিসেম্বর, ২০২৪ - 06 December, 2024

কোটা ব্যবস্থার পর্যালোচনায় রাবি প্রশাসনের কমিটি গঠন

আমাদের প্রতিদিন
2 weeks ago
106


রাবি সংবাদদাতা:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তিতে কোটা বিষয়ক সিদ্ধান্তটি পর্যালোচনায় কমিটি গঠন করা হয়েছে।

আজ শনিবার (১৬ নভেম্বর) উপ-উপাচার্য (প্রশাসন) ড. মোহাম্মদ মাঈন উদ্দীনকে আহবায়ক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জনসংযোগ দপ্তরের প্রকাশক অধ্যাপক ড. মো. আখতার হোসেন মজুমদার।

তিনি জানান, এই পর্যালোচনা কমিটির আলোচনার ভিত্তিতে একটি সুপারিশ দেবেন। তারপর ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে ভর্তির চুরান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এর আগে, বিশ্ববিদ্যালয়টির ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তিতে পোষ্য কোটা ৪ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ আসন বরাদ্দ করে। ঐদিনই কেটা সম্পূর্ণ বাতিলের দাবিতে আমরণ অনশনে বসেন বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী। পরে উপাচার্য সালেহ হাসান নকীব পোষ্য কোটার বিষয়টি পুনরায় বিবেচনার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অনশন ভেঙ্গে ফিরে যান।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth