২২ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৬ ডিসেম্বর, ২০২৪ - 06 December, 2024

হিলি প্রিমিয়ারলীগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
2 weeks ago
163


হিলি (দিনাজপুর) প্রতিনিধি:

'ক্রীড়া শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে খেলতে চল' এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের সীমান্তবতী হিলিতে  হিলি প্রিমিয়ারলীগ ক্রিকেট টুর্নামেন্ট-২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ  শনিবার (১৬ নভেম্বর) বিকেলে হাকিমপুর থানা ও পৌর বিএনপির আয়োজনে বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে এই ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় পৌরসভার জুয়েল একাদশ এবং জাকির একাদশ অংশ গ্রহণ করেন। টসে জিতে জুয়েল একাদশ ১৪ ওভার শেষে ১৫৩ রানের টার্গেট দেয়। জবাবে জাকির একাদশ ১১১ রানে অলআউট হয়। ফলে ৪১ রানে জুয়েল একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন দল এবং রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন অতিথি বৃন্দ। এছাড়াও আটটি খেলায় ম্যান অব দ্যা ম্যাচ, সর্বোচ্চ উইকেট প্রাপ্ত, এবং সর্বোচ্চ রান সংগ্রহকারী খেলোয়াড়দের পুরস্কার দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর থানা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রেজা বিপুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক, সাবেক খেলোয়াড় জিন্নাত আলী, বোয়ালদাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর ইসলাম, থানা যুব দলের যুগ্ম আহবায়ক আরমান আলী, থানা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের সোহেল রানা, এনামুল হক, জাবেদ হোসেনসহ আরও অনেকে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth