১৯ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৩ ডিসেম্বর, ২০২৪ - 03 December, 2024

গোবিন্দগঞ্জে নিখোঁজের ৪ দিন পর নদীতে ভেসে উঠল এক শিশুর লাশ

আমাদের প্রতিদিন
2 weeks ago
44


গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ  

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজ হওয়ার ৪ দিন পর নদীতে ভেসে উঠলে মাহিম বাবু নামে ৬ বছরের এক শিশুর লাশ।

জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের খুকশিয়া গ্রামের মাজেদুল ইসলামের ছেলে মাহিম বাবু গত বৃহস্পতিবার দুপুরের পর থেকে নিখোঁজ হয়। পরিবারের লোকজন আত্মীয়-স্বজনের বাড়ীসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মাহিমের কোন সন্ধান না পেয়ে হতাশ হয়ে পড়ে। এক পর্যায়ে রবিবার বিকেলে আনুমানিক ৪টার দিকে বাড়ীর পাশ্ববর্তী নলেয়া নদীতে একটি শিশুর মরদেহ ভেসে ওঠে। স্থানীয় লোকজন লাশটি দেখে হৈ-চৈ শুরু করলে মাহিমের পরিবারের লোকজন সেখানে গিয়ে লাশটি মাহিমের বলে শনাক্ত করে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন, পানিতে পড়ে শিশু মাহিমের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth