২২ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৬ ডিসেম্বর, ২০২৪ - 06 December, 2024

ফুলবাড়ীতে জেঁকে বসেছে শীত

আমাদের প্রতিদিন
2 weeks ago
44


ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:   

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জেঁকে বসেছে শীত। উপজেলাটি উরাঞ্চলের হিমালয়ের নিকটবর্তি হওয়ায় আগাম এই শীতের বার্তা।

গত দু’দিনে উপজেলার সীমান্ত ঘেষা জনপদ গ্রামীণ সড়কগুলো ঘন কুয়াশায় ঠান্ডা বেড়েছে। ফলে নিম্ন আয়ের মানুষেরজন বিলম্ভে কাজে যেতে হচ্ছে।

এদিকে দিনের বেলায় প্রচন্ড গরম অনুভুত হলেও রাতে টিপটিপ করে বৃষ্টির মতো ঝরছে শিশিরের ফোটা। গত দুই সপ্তাহ থেকে রাতে বেলা ঠান্ডা থেকে রক্ষা পেতে হালকা গরম কাপড় ব্যবহার করলেও দু’দিন পুরোপুরি তীব্র শীত ও ঠান্ডা জেঁকে বসেছে। সড়কে ঘন কুয়াশার কারণে হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। সেই সাথে বিপাকে পরেছে শিশু বৃদ্ধসহ খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষগুলো। তারপরেও জীবিকার সন্ধানে ঘর থেকে বের হয়েছেন দিন মজুর ও খেটে খাওয়া মানুষগুলো।

রাবাইতারী গ্রামের রিয়াজুল ও সামাদ, অনন্তপুরের ফারুক হোসেন, আমতলা বাজারের আব্দুল মজিদ, মেখলির চরের ভোলা মামুদ, সোনাইকাজী গ্রামের আলমগীর হোসেন জানান, গত দু’দিনে প্রচন্ড শীত পড়েছে। আবার ঠান্ডাও বেড়েছে। অনেকে শীত ও ঠান্ডা উপেক্ষা করে কাজে বেড়িয়েছেন।

রাজারহাট উপজেলার কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, যতই দিন যাচ্ছে ততই শীত ও ঠান্ডা বাড়তে থাকবে। চলতি মাসের শেষের দিকে পুরোপুরি ভাবে ঠান্ডা প্রকোপ বৃদ্ধি পাবে।

 

   

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth