২৩ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৭ ডিসেম্বর, ২০২৪ - 07 December, 2024

বিএনপির বিরুদ্ধে অপপ্রচার রুখে দেয়ার আহ্বান জানিয়েছেন সামসুজ্জামান সামু

আমাদের প্রতিদিন
2 weeks ago
57


রংপুর মহানগর বিএনপির সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:

রংপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকমীদের নামে মিথ্য অপপ্রচার চালিয়ে জনমনে ভাবমূর্তি ক্ষুন্নের অপচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু। তিনি বলেন, রংপুরের একটি মহল বিএনপির ভাবমূর্তি নষ্টের গভীর ষড়যন্ত্র করছে।

 আজ  সোমবার সকালে রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির ভিতরে ঘামটি মেরে থাকা একটি চক্র জনসম্মুখে দলের ভাবমূর্তি নস্ট করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য তৎপর হয়ে উঠেছে। তারা পতিত স্বৈরাচার আওয়ামী দোসরদের পরিকল্পনা অনুযায়ী কাজ করছে। এর অংশ হিসেবে বিভিন্ন জনকে মিথ্যা মামলায় জড়িত করে বিএনপির দায়িত্বশীল নেতাকর্মীদের নামে তা চালিয়ে দেয়ার কুটকৌশল করছে। এই মহলটি দলীয় পদ-পদবীর নাম ভাঙ্গিয়ে বিভিন্ন ভাবে সুযোগ সুবিধা গ্রহণ করছে। কিন্তুু তারা বিগত খুনি হাসিনা হঠাও আন্দোলনে কোন মিছিল-মিটিংয়ে অংশ নেয়নি। বরং তারা আন্দোলনকে ব্যাহত করতে নানা প্রকার প্রবাগান্ডা করেছে।

তিনি আরও বলেন, ছাত্র-জনতার গণঅভুত্থানে ফ্যাসিস্ট খুনি সরকারের পতন হলে ৫ আগস্টের পর থেকে এদের কেউ কেউ হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর-জমিজমা দখল করেছে। নানা অপকর্ম করছে। মানুষজনকে ভয়ভীতি দেখাচ্ছে। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলায় তারা আমি সামসুজ্জামান সামু ও মহানগর বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে কলংকিত করার চেস্টা করছে। যাহা মিডিয়ায় কর্মরত কিছু আওয়ামী দোসরদের মাধ্যমে অপপ্রচার করছে। যা কোনভাবেই সঠিক নয়। আমিসহ মহানগর বিএনপি নেতৃবৃন্দ এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। সেই সাথে সকল অপকর্ম ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচার রুখে দেয়ার আহ্বান জানাই। এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সুলতান আলম বুলবুল, বীরমুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ মিয়া, জামিল খান,প্রভাষক শাহিনুল ইসলাম শাহিন, রেজাউল করিম লাভলু, রফিকুল ইসলাম রফিক, সামসুজ্জোহা সাজু, রফিকুল আজাদ, এ্যাড. ওসমান গণি রুবেল, হারুন অর রশিদ হারুন, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, সাধারণ সম্পাদক শাহ জিল্লুর রহমান জেম্স, বিভাগীয় শ্রমিক দলের সদস্য সচিব জসিম উদ্দিন, জেলার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক, শ্রমিক নেতা হারুন চৌধুরী, ওলামা দলের মহানগর আহবায়ক জামাল উদ্দিন ফয়জী, মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ইমরান হোসেন মিন্টু, মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাজেদুল সবুজ প্রমুখ। এছাড়াও মহানগর ও  জেলা বিএনপি এবং যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।##

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth