২৯ কার্তিক, ১৪৩২ - ১৪ নভেম্বর, ২০২৫ - 14 November, 2025

আমদানি অব্যাহত থাকলেও কমছে না আলু ও পেঁয়াজের দাম

আমাদের প্রতিদিন
11 months ago
358


হিলি (দিনাজপুর)প্রতিনিধি:

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু এবং পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলেও কমছে না দাম। গত তিন দিন থেকে খুচরা বাজারে দাম অপরিবর্তীত রয়েছে। ভারতীয় আলু কেজি প্রতি প্রকারভেদে ৫৪ থেকে ৫৫ টাকায় এবং দেশি আলু কেজি প্রতি ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে ভারতীয় পেঁয়াজ ৮৫ থেকে ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে।

দাম না কমায় বিপাবে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

হিলি বাজারে কাঁচাবাজার করতে আসা মিনহাজুল ইসলাম নামে একজন ক্রেতা বলেন, বর্তমান সরকার বাজার নিয়ন্ত্রনের জন্য ভারত থেকে শুল্কমুক্ত ভাবে আলু, চাল, পেঁয়াজ আমদানি করছেন। এর পরেও কোন ভাবেই দাম কমাতে পারছেন না। আমরা সাধারণ ক্রেতারা অনেক বিপাকে পড়ে গেছি। আয়ের থেকে ব্যায় বেশি হচ্ছে। সংসার চালানো কঠিন হয়ে যাচ্ছে। প্রশাসনকে জরুরী ভাবে পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করেন ক্রেতারা।

হিলি বাজারের আলু ও পেঁয়াজ বিক্রেতা রায়হান কবির বলেন, আমদানি অব্যাহত থাকলেও মোকামে আলু একং পেঁয়াজের দাম কমেনি। যার জন্য আমাদের বেশি দামে কিনে বেশি দামে খুচরা বাজারে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এতে করে আগের থেকে বিক্রি অনেক কমে গেছে। ক্রেতাদের সাথে অনেক সময় বিতর্কে জরাতে হচ্ছে।

হিলি কাস্টমসের তথ্য মতে, গতকাল রোববার ভারতীয় ২৪ ট্রাকে ৭০০ মেট্রিকটন পেঁয়াজ এবং ভারতীয় ২১ ট্রাকে ৫৩০ মেট্রিকটন আলু আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

 

  

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth