২২ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৬ ডিসেম্বর, ২০২৪ - 06 December, 2024

মিঠাপুকুরে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আমাদের প্রতিদিন
2 weeks ago
91


মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:

রংপুরের মিঠাপুকুর উপজেলার বালারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমানকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও এলাকাবাসী।

নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগে সোমবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে বিদ্যালয়ের সামনে এই বিক্ষেভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং অভিভাবক সদস্যরা অভিযোগ করেন, প্রধান শিক্ষক আজিজুর রহমান তাঁর প্রতিষ্ঠানের বিভিন্ন পদে চাকরি দিয়ে প্রায় ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এছাড়াও বিদ্যালয়ের গাছ বিক্রি, দোকান ভাড়া, বিদ্যালয়ের নামে কৃষি জমি থেকে আয় এবং ছাত্রছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের টাকা আত্মসাৎ করেছেন তিনি। এমনকি বিদ্যালয়ের খেলার মাঠ নিয়েও অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা। শিক্ষার্থীরা বলেন, বিদ্যালয়ের খেলার মাঠের বেহাল অবস্থা। আমাদের খেলাধুলা করার মতো পরিবেশ নেই। খেলার মাঠে হাট বসার কারণে আমরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছি। সবশেষ মাঠটি আমরা খেলাধুলার উপযোগী করে তুলে দুটি গোলবারের জন্য প্রধান শিক্ষককে বলি কিন্তু তিনি আমাদের কথা রাখেননি। এতগুলো টাকা গেল কই? আমরা বিদ্যালয়ের সকল আয়ের হিসাব চাই এবং প্রধান শিক্ষকের অপসারণ চাই।

এ বিষয়ে প্রধান শিক্ষক আজিজুর রহমান বলেন, আমি নির্দোষ আমার বিরুদ্ধে একটি স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে। অতীতে যারা কমিটিতে অন্তর্ভুক্ত হতে পারেনি তাদের মধ্যে কয়েকজন ছোট বাচ্চাদের উস্কে দিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিকাশ চন্দ্র বর্মন বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়টি শুনেছি। প্রধান শিক্ষক অনিয়মের সাথে জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth