১৯ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৩ ডিসেম্বর, ২০২৪ - 03 December, 2024

আবু সাঈদ হত্যা মামলা: পিবিআইর কাছে আটক বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম

আমাদের প্রতিদিন
2 weeks ago
75


বেরোবি প্রতিনিধি:

আবু সাঈদ হত্যা মামলায় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশমের ( পিবিআই) কাছে আটক হয়েছেম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম। গতকাল সোমবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টায় রংপুর মহানগরীর আলমনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পিবিআই সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত শহীদ আবু সাঈদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শরিফুল ইসলাম। তার বিরুদ্ধে ঘটনাস্থলে উপস্থিত থেকে পুলিশকে গুলি করতে নির্দেশনা দেয়ার অভিযোগ আছে। ওই মামলার বাদী আবু সাঈদের বড় ভাই রমজান আলী।

এর আগে, আবু সাঈদ হত্যা মামলায় বরখাস্ত হওয়া সহকারী উপপরিদর্শক (এএসআই) আমীর আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে গ্রেফতার করা হয়েছিল। গত মাসে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম জানান, আবু সাঈদ হত্যা মামলায় এ পর্যন্ত ২১ পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া, গত ১৩ নভেম্বর মামুনুর রশিদ মামুন (৪৬) নামে এক ব্যবসায়ী হত্যাচেষ্টার অভিযোগে বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সাবেক বহিরঙ্গন পরিচালক সাব্বির আহমেদ চৌধুরী, গণিত বিভাগের অধ্যাপক ড. কমলেশ চন্দ্র রায়সহ মোট ১৮১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth