পীরগঞ্জে ভিক্ষুক পূর্নবাসনে রিক্সা-ভ্যান প্রদান
পীরগঞ্জ প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভিক্ষুক পূনর্বানে ৩ ভিক্ষুককে ব্যাটারি চালিত রিক্সা-ভ্যান প্রদান করা হয়েছে।
ভিক্ষুক পূনর্বাসন ও বিকল্প কর্মস্থান শীর্ষক কর্মসূচির আওয়াতায় আজ (১৯ নভেম্বর) মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে তাদের এসব ভ্যান গাড়ি প্রদান করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম, ভোমরাদহ ইউপি চেয়ারম্যান হিটলার হক, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সহ-সভাপতি বুলবুল আহম্মেদ, সাংবাদিক নুরনবী রানা, সাইদুর রহমান মানিক, লিমন সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।