ডোমারে স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার নীলফামারী:
নীলফামারীর ডোমারে স্কাউট ভবনের নকশা প্রণয়ন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের তারিখ নির্ধারণ ও ডে ক্যাম্প আয়োজন সহ বিভিন্ন বিষয় নিয়ে স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১৮ নভেম্বর)সোমবার বিকেলে উপজেলা শিল্পকলা একাডেমির অস্থায়ী স্কাউট ভবনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্কাউটসের সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক নাজমুল আলম বিপিএএ'র সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- উপজেলা স্কাউট কমিশনার নাজিরা আখতার চৌধুরী ফেরদৌসী, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ হারুন, সহ-সভাপতি ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, সহ-কমিশনার জাবেদুল ইসলাম সানবীম, কোষাধ্যক্ষ আলহাজ্ব আশফাক সারোয়ার সিদ্দিকী সাধন, গ্রুপ সভাপতি আমিনুল হক বাবু প্রমুখ। উপজেলা স্কাউটসের অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভায় গৃহীত সিদ্ধান্ত সমুহ, নতুন স্কাউট ভবনের নকশা ও পরিকল্পনা অনুমোদন, ভিত্তিপ্রস্তর স্থাপনের স্থান ও তারিখ নির্ধারণ, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অবস্থিত স্কাউট ভবন হস্তান্তরের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ, নতুন পরিপত্র অনুযায়ী স্কাউট ফি বিষয়ক আলোচনা, ডে ক্যাম্প আয়োজনের সিদ্ধান্ত, বার্ষিক বনভোজন ও বিবিধ আলোচনা করা হয়। এসময় উপজেলা স্কাউটসের অন্যান্ন নেতৃবৃন্দ উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন।