পীরগঞ্জে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জে ফ্রি ভেটারিনারী মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাণী সম্পদ অফিসের আয়োজন মঙ্গলবার দুপুরে কাবিলপুর ইউনিয়নের জামালপুর গ্রামে এ কর্মসালাটি অনুষ্ঠিত হয়।
কৃষকদের গবাদিপশু পালন ও রোগপ্রতিরোধ সম্পর্কে আলোচনা করেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার মো ফজলুল করিম। কৃষকদের বড় সম্পদ হচ্ছে গরু আর এই গরুর যত্ন নিতে হবে এবং গরুকে ভিটামিন যুক্ত খাবার খাওয়াতে হবে।
ভাইরাস লাম্পি স্কিন ডিজিজসহ বিভিন্ন রোগের হাত থেকে সাবধানতার জন্য এলাকাবাসীদের কে সচেতনতামূলক আলোচনা করেন তিনি।
ভেটেরিনারি সার্জন ডাঃ মিজানুর রহমান, ডিএফএ হরিপ্রিয়া সরকার, কাবিলপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সদস্য মোজাফফর প্রমুখ। উক্ত কর্মশালায় গ্রামের শতাধিক নারী পুরুষ অংশ নেয়। আলোচনা শেষে বাড়ি বাড়ি গিয়ে গরুকে ভ্যাকসিন দেয়া হয়।