চিলমারীতে রাতের আধার জমির পাঁকা ধান কেটে নেয়ার অভিযোগ
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে প্রতিপক্ষ কর্তৃক রাতের আধারে জমির পাঁকা ধান কেটে নেয়ার অভিযোগ ওঠেছে। এঘটনায় ভুক্তভোগী পরিবার বিচার চেয়ে চিলমারী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোর রাতে উপজেলার রমনা মডেল ইউনিয়নের মুদাফৎথানা সরকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার মুদাফৎথানা এলাকার মাসুদ রানার ২৭ শতাংশ জমিতে রোপন কৃত পাঁকা ধান ওই এলাকার প্রতিপক্ষ সাইদুল ইসলাম গং মঙ্গলবার ভোর সাড়ে চার টার দিকে আরও কয়েকজন সহ কেটে নিয়ে যায়। সকালে ঘুম থেকে ওঠে মাসুদ রানা জমির ধান কেটে নেয়ার খবর জানতে পেরে ধান শূন্য জমি দেখতে পান। এসময় প্রতিপক্ষ উলটো তার উপর চড়াও হয়।
এবিষয়ে মোঃ সাইদুল ইসলাম (৪৭), মোঃ আমিনুল ইসলাম (৫০), মোঃ বিপ্লব মিয়া (২৫), মোঃ ফরহাদ মিয়া (২৫), মোঃ আনজু মিয়া (৪৫), ৬। মোঃ বাবলা মিয়া (৩২), মোঃ ফারুক মিয়া (২৩), মোঃ রাহুল মিয়া (২২), মোছাঃ মারুফা বেগম (৪০), মোঃ রুবিনা বেগম (৫০), মোঃ রহিমা বেগম (৪৮), মোছাঃ ফরিদা বেগম (৪২) ও মোছাঃ সাহেদা বেগম (৬৫) কে আসামী করে চিলমারী মডেল থানায় লিখিত অভিযোগ করেন তিনি।
অভিযুক্তদের সঙে যোগাযোগ করার চেষ্টা করলে ফোনে পাওয়া যায়নি।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাজমুস সাকিব সজিব জানান, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।