২৩ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৭ ডিসেম্বর, ২০২৪ - 07 December, 2024

দি মিলেনিয়াম স্টারস স্কুল এন্ড কলেজে বার্ষিক বিজ্ঞান মেলার আয়োজিত

আমাদের প্রতিদিন
2 weeks ago
99


নিজস্ব প্রতিবেদক:

দি মিলেনিয়াম স্টারস স্কুল এন্ড কলেজের বার্ষিক বিজ্ঞান মেলার অনুষ্ঠিত হয়েছে। গত আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) রংপুর ক্যান্টনমেন্টে এক প্রাণবন্ত পরিবেশে বার্ষিক বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়।

এ মেলার উদ্দেশ্য হলো শিক্ষার্থীদেরকে বিজ্ঞান মনষ্কভাবে গড়ে তোলা এবং নতুন নতুন প্রযুক্তির সাথে তাদের পরিচয় ঘটানো। মেলায় প্রায় দুইশত বিজ্ঞান প্রজেক্ট নিয়ে সহস্রাধিক বিজ্ঞান অনুরক্ত শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখোড় হয়ে ওঠে প্রতিষ্ঠানের বাস্কেটবল গ্রাউন্ড ও ফুটবল মাঠ প্রাঙ্গণ। শিক্ষার্থীরা শ্রেণিভিত্তিক ৭টি গ্রুপে বিভক্ত হয়ে শক্তির বিকল্প উৎস, পরিবেশ দূষণ রোধ, গ্রীনহাউজ ইফেক্ট রোধ, আধুনিক নিরাপত্তা, সবুজ নগরায়ন ইত্যাদি বিষয়ে তাদের বিজ্ঞান প্রকল্পে নিজস্ব ভাবনা তুলে ধরে।

অত্যন্ত সুশৃঙ্খলভাবে সাজানো আনন্দময় পরিবেশে ক্ষুদে বিজ্ঞানীরা বিজ্ঞান নিয়ে তাদের চিন্তাভাবনা, বৈজ্ঞানিক উদ্ভাবনী প্রচেষ্টা দর্শনার্থী ও আগত অতিথিগণের সামনে আগ্রহের সাথে তুলে ধরে। বিজ্ঞান মেলায় সেরা বিজ্ঞান প্রকল্পগুলো সংরক্ষণের মাধ্যমে উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে আয়োজিত বিজ্ঞান মেলায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে অংশগ্রহণ করা হবে। সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় প্রাথমিক শাখার শিক্ষার্থীদের অংশগ্রহণ। নিজস্ব প্রকল্প নিয়ে তাদের সহজ সরল উপস্থাপন উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি মিলেনিয়াম স্টারস্ স্কুল এন্ড কলেজ, রংপুর ক্যান্টনমেন্টের পরিচালনা পর্ষদের সভাপতি, কমান্ডার ৭২ পদাতিক ব্রিগেড, ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ূন কাইয়ূম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। শিক্ষার্থীদের সকল প্রজেক্ট পরিদর্শন শেষে প্রধান অতিথি উচ্ছ্বসিত হয়ে বলেন, "আজকের বিজ্ঞান মনষ্ক এই শিক্ষার্থীরা বড় হয়ে নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশকে সমৃদ্ধ ও উন্নততর করতে সমর্থ হবে বলে আমি বিশ্বাস করি।"

ক্ষুদে বিজ্ঞানীদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজ্ঞান গবেষণায় উদ্বুদ্ধ করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক এ্যাসোসিয়েট প্রফেসর ড. আবু রেজা মোঃ তৌফিকুল ইসলাম এবং রংপুর সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান এ্যাসোসিয়েট প্রফেসর ড. মোঃ বাবুল হোসেন। বিশেষ অতিথিগণ তাঁদের বক্তৃতায় বিজ্ঞান গবেষণায় নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন। তাঁরা বলেন, আজকের ক্ষুদে বিজ্ঞানীরা আগামী দিনের উদ্ভাবক ও বিজ্ঞানী। আগামীতে এই বিজ্ঞান অনুরক্ত শিক্ষার্থীদের হাতেই নব নব প্রযুক্তির সৃষ্টি হবে- আমরা আশা করি।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মিজানুর রহমান আল মামুন, পিএসসি, তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের আরো বেশি বিজ্ঞান চর্চার বিষয়ে গুরুত্বারোপ করেন এবং হাতে কলমে বিজ্ঞান শিক্ষার বিষয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth