১৯ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৩ ডিসেম্বর, ২০২৪ - 03 December, 2024

কিশোরগঞ্জে জামায়েতের কমিটি গঠন

আমাদের প্রতিদিন
1 week ago
121


নীলফামারী প্রতিনিধিঃ 

আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাসের উপর ভিত্তি করে জামায়াতে ইসলামী গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠাকরণ, ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা কায়েম, মানবাধিকার রক্ষা এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মৌলিক চাহিদা তথা খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে একদল দায়িত্বশীল নাগরিক এবং সৎ ও যোগ্য নেতৃত্ব সৃষ্টির আলোকে , বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলা শাখার ২০২৫-২৬  দুই   বছর মেয়াদে পূর্ণাঙ্গ কমিটি  গঠন করা হয়েছে। পূর্বের রুকনদের  সরাসরি ভোটে, নবনির্বাচিত  উপজেলা আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার  জামায়াতে ইসলামী বাংলাদেশ  কিশোরগঞ্জ  উপজেলা শাখার নবনির্বাচিত উপজেলা আমীর আব্দুর রশিদ শাহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেন নীলফামারী জামায়াতের জেলা আমীর সংগ্রামী জননেতা মাওলানা আব্দুস সাত্তার,বিশেষ অতিথি হিসেবে এতে বক্তব্য দেন জেলা নায়েবে আমীর ড. খাইরুল আনাম,জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, উপজেলা সাবেক আমীর মাকসুদুর রহমান। এ সময় কমিটি গঠনে মজলিসের শুরা সভায় পুনরায় সেক্রেটারি নির্বাচিত হন ফেরদৌস আলম, নায়েবে আমীর আখতারুজ্জামান বাদল,সহ সেক্রেটারি মাওলানা শিব্বির আহমেদ, রবিউল ইসলাম। এ ছাড়া  কর্মপরিষদের সদস্য হয়েছেন ডঃ মোশাররফ হোসেন, মঞ্জুরুল ইসলাম রতন, আখতারুজ্জামান বাদল,ফেরদৌস আলম, মাওলানা শিব্বির আহমেদ, মাওলানা জাহেদুল ইসলাম। শপথ গ্রহণ করান জেলা আমীর মাওলানা আব্দুস সাত্তার।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth