২২ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৬ ডিসেম্বর, ২০২৪ - 06 December, 2024

পীরগাছায় ১৪৪ ধারা অমান্য করে পিলার স্থাপনের চেষ্টা: মারপিটের মহিলাসহ আহত-৫

আমাদের প্রতিদিন
2 weeks ago
51


পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছায় ১৪৪ ধারা অমান্য করে জমির বেড়া সরিয়ে সীমানা পিলার স্থাপনের ঘটনাকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় মহিলাসহ ৫ জন আহত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা সদরের বড় পানসিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত ৫ জনকে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ৯৯৯ খবর পেয়ে পীরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ বিষয় পীরগাছা থানায় লিখিত এজাহার দিয়েছেন ভূক্তভোগী আজিজুল হক।

অভিযোগে জানা গেছে, ওই গ্রামের আব্দুল হামিদ মিয়ার ছেলে আজিজুল হক পৈত্রিক সুত্রে প্রাপ্ত ৫১৭ দাগের ২২ শতাংশ জমির মধ্যে ১২ শতাংশ জমি ভোগদখল করে আসছিলো। সম্প্রতি একই এলাকার মৃত গেন্দা মামুদ এর প্রভাবশালী ৬ ছেলে ওই জমিটি জবর দখলের চেষ্টা চালায়। এ নিয়ে আজিজুল হক বিজ্ঞ আদালতে ১৪৪ ধারার আবেদন করলে আদালত মঞ্জুর করেন। সেই মতে পীরগাছা থানার এসআই আনিছুর রহমান গত ২১ ফেব্রæয়ারী ওই জমির উপর ১৪৪ ধারা নোর্টিশ জারি করেন। গত মঙ্গলবার রাতে মৃত গেন্দা মাহমুদের ছেলে আব্দুল মান্নানসহ বিবাদীরা ওই জমির বেড়া সরিয়ে ফেলে এবং গতকাল বুধবার সকালে ওই জমিতে সীমানা পিলার নির্মাণের চেষ্টা চালায়। এসময় বাধা দিতে গেলে আব্দুল মান্নান, আনোয়ার হোসেনসহ ৫০ থেকে ৬০ জন ব্যক্তি লাঠিসোঠা ও ধারালো অস্ত্র নিয়ে আজিজুল হকদের বাড়িঘর ঘেরাও করে ভাংচুর চালায়। এসময় তারা আজিজুল হকের ভগ্নিপতি আজাহার আলী (৫০), বোন মজিরন বেগম (৪৫) ভাতিজা সিফাত (১৩) কে মারপিট করে গুরুতর আহত করে। তাদের পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে আজহার আলীর মাথায় ৫টি সেলাই দেয়া হয়। অপর দিকে বিবাদী আব্দুল মান্নান ও মোক্তার আলী নামে দুজন পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

সরেজমিনে ঘটনাস্থলে গেলে বাদি আজিজুল হক বলেন, জমিটি আমাদের পৈত্রিক সম্পত্তি। খাজনা-খারিজ সব আমাদের আছে। অহেতুক তারা জমি দাবি করলে আমরা ১৪৪ ধারার আবেদন করি। সেখানে পুলিশ ১৪৪ ধারা জারি করে। অথচ তারা ১৪৪ ধারা অমান্য করে বেড়া সরিয়ে সীমানা পিলার স্থাপনের চেষ্টা করলেও আমরা বাধা দেই। পরে তারা ভাড়াটিয়া লোকজন নিয়ে আমাদের ঘেরাও করে অবরুদ্ধ করে রাখে এবং মারপিট করে বাড়িঘর ভাংচুর করে।

এ বিষয়ে হাসপাতালে বিবাদী আব্দুল মান্নানের সাথে কথা হলে তিনি বলেন, উকিল বলেছে বেড়া সরানোর জন্য। তাই আমরা বেড়া সরিয়েছি। এতেই মারামারি শুরু হয়। আমাদেরও দুজন হাসপাতালে ভর্তি রয়েছে।

এ ব্যাপারে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।  

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth