১৯ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৩ ডিসেম্বর, ২০২৪ - 03 December, 2024

গঙ্গাচড়ায় শিক্ষার্থীদের সাথে পুলিশের সচেতনতা মূলক আলোচনা

আমাদের প্রতিদিন
1 week ago
119


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে গঙ্গাচড়া মডেল থানা পুলিশের বাল্যবিবাহ নিরোধ, মাদকদ্রব্যের অপব্যবহার ও কুফল,  সাইবার নিরাপত্তা সংক্রান্তে মোবাইল ফোনের অপব্যবহার,  কিশোর গ্যাং প্রতিরোধ, নৈতিক শিক্ষা প্রতিপালনসহ সামাজিক সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক আলোচনা হয়েছে।

আজ (২০ নভেম্বর) বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা করেন গঙ্গাচড়া মডেল থানার এস আই  ডেভিড হিমাদ্রী বর্মা।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আখের মিঞাসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষার্থী বাল্যবিবাহ নিরোধ কল্পে ও মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে শপথ নেন। এছাড়া থানার বিভিন্ন ইউনিয়নের বিট অফিসারগণ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে একই সচেতনতা মূলক আলোচনা করেন। এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth