ঘোড়াঘাটে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভ্যান চালক নিহত
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. ইউসুফ আলী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ বুধবার (২০ নভেম্বর ) দুপুর ১ টার দিকে দিনাজপুর - গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ঘোড়াঘাট উপজেলার হায়দার নগর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির হলেন, ঘোড়াঘাট উপজেলার কোচারপাড়া গ্রামের নূর বক্কর মিয়ার ছেলে ইউসুফ আলী(৪৫)।
স্থানীয়রা বলেন, অটো ভ্যানে সিমেন্টের খুঁটি নিয়ে যাওয়ার সময় অপর দিক থেকে আসা কাভার্ড ভ্যান সজোরে ধাক্কা দিলে ঘটনা স্থলে ভ্যানচালক নিহত হয়।
ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, দুর্ঘটনার পরে কাভার্ড ভ্যানের ড্রাইভার ও হেল্পার পালিয়েছে তবে কার্ভাড ভ্যানটি পুলিশ হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।