২২ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৬ ডিসেম্বর, ২০২৪ - 06 December, 2024

ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রকে উপস্বাস্থ্য কেন্দ্রে রুপান্তরের দাবিতে মানববন্ধন

আমাদের প্রতিদিন
2 weeks ago
90


রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:

তৃণমূল পর্যায়ে চিকিৎসা সেবার মান উন্নয়ন ও সহজীকরণ এর দাবিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ (২০ নভেম্বর) -বুধবার সকালে উপজেলার উপশহর নেকমরদ চৌরাস্তায় শুভ শক্তি ইউনিটির পৃষ্ঠপোষকতায় তিন শতাধিক ব্যক্তিসহ শিক্ষার্থীদের উপস্থিতিতে  মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, রাণীশংকৈল উপজেলার উপশহর নেকমরদ ইউনিয়ন। এখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দূরত্ব অনেক। এবং নেকমরদসহ আশপাশের বেশ কয়েকটি ইউনিয়নের প্রায় দেড় লক্ষের বেশি মানুষকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপর নির্ভর করতে হয় এমনকি ভোগান্তির শিকার হতে হয়। কারণ, ইউনিয়ন থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএর  দুরত্ব বেশি হওয়ায় বেশ কয়েকটি ইউনিয়নের গরিব, অসহায়, দুস্থ এবং গর্ভবতী মহিলাদের চিকিৎসা সেবা নিয়ে ভোগান্তিতে পরতে হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনে তারা আরো বলেন, নেকমরদে যে ইউনিয়ন স্বাস্থ্য  ও পরিবার কল্যাণ কেন্দ্রটি রয়েছে সেটি অস্বাস্থ্যকর পরিবেশে অবস্থিত। এখানে নেই কোনো জরুরি বিভাগ নেই কোনো ভালো ডাক্তার। তাই ইউনিয়ন পর্যায়ে আমরা  যারা আছি তাদের ভোগান্তি দূরীকরণে নেকমরদ ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রকে ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীতকরণ এবং  অ্যাম্বুল্যান্স এর ব্যবস্থা অতিদ্রুত করার জোর দাবি জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন,শুভ শক্তি ইউনিটের প্রধান সুপ্রিম কোর্টের এডভোকেট মেহেদী হাসান, জামায়াতের শাহাজালাল জুয়েল,বিএনপির আব্দুস সালাম, শিক্ষক রাজিউর রহমান রাজু, কাওসার আহমেদ, সাংবাদিক ইসমাম আহমেদ প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth