রংপুরের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মনোয়ারুল ইসলাম মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি বোর্ডের সদস্য হয়েছেন
মহানগর প্রতিবেদক:
রংপুর নগরীর গোমস্তপাড়ার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মনোয়ারুল ইসলামকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি বোর্ডের অন্যতম সদস্য মনোনিত করা হয়েছে। গত ১৮ নভেম্বর রাষ্ট্রপতির আদেশ ক্রমে উপসচিব আব্দুল্লাহ আল খায়রুম সাক্ষরিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় (প্রশাসন-১শাখা) থেকে প্রঞ্জাপনে বলা হয়েছে সরকার বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাষ্ট আইন ২০১৮ এর ৮ ধারার বিধান অনুযায়ি বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাষ্ট এর ট্রাষ্টি বোর্ড নিম্নবর্ণিত সদস্যদের সমন্বয়ে পূর্নগঠন করলো।
এই ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান হলেন প্রধান উপদেষ্টা, ভাইস চেয়ারম্যান হলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা বীর প্রতীক ফারুক ই আজম। এছাড়াও ৮জন ট্রাষ্টি সদস্যরা হলেন মেজর জেনারেল(অব:) বীর প্রতীক জামিল ডি আহসান, বীর মুক্তিযোদ্ধা মনোয়ারুল ইসলাম, কর্ণেল (অব:) মাহমুদুর রহমান চৌধুরী , মেজর অব মিজানুর রহমান, সচিব অর্থ বিভাগ অর্থ মন্ত্রনালয়, সচিব শিল্প মন্ত্রনালয়, সচিব মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়, এবং ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাষ্টকে সদস্য সচিব করা হয়েছে। এদিকে সার্বিকভাবে বৈষম্যের শিকার রংপুর জেলা থেকে বীর মুক্তিযোদ্ধা মনোয়ারুল ইসলামকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাষ্ট এর ট্রাষ্টি বোর্ডের অন্যতম সদস্য মনোনিত করায় অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রংপুর ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল ইসলাম তাঁর অনুসারী সকল মুক্তিযোদ্ধাগণ ।
উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা মনোয়ারুল ইসলাম ১৯৭৭ সালে রংপুর জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার হিসেবে দায়িত্বপালন করেছেন। এরপর তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাষ্টের জিএম হিসেবে সততার সঙ্গে দায়িত্ব পালন করেন।