শেখ হাসিনার মতো দৈত্ব সৃষ্টি না হয় সেজন্য ক্ষমতার বন্টন ও ভারসাম্য রক্ষা করতে হবে-আমির খসরু
কুড়িগ্রাম প্রতিনিধি:
ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করতে হবে প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা দেওয়ায় যার মাধ্যমে শেখ হাসিনার মতো দৈত্ব সৃষ্টি হয়েছে,সেই দৈত্ব যেন সৃষ্টি যেন না হয়। ক্ষমতার বন্টন ও ভারসাম্য রক্ষা করতে হবে। দুই বারের বেশি প্রধানমন্ত্রী কেউ থাকবে না। এটা তারেক রহমানের নির্দেশ। আগামী দিনে বিএনপিকে জনগণ যদি রায় দেয় তারেক রহমান জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছে। সেই সরকার ৩১দফা বাস্তবায়ন করবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নের লক্ষে এক জনসভায় বিএনপির সাবেক মন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।
কুড়িগ্রামের উলিপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত জনসভায় উলিপুর উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিঞার সভাপতিত্বে বক্তব্য রাখেন,সাবেক মন্ত্রী ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সভাপতি তাসভীরুল ইসলাম,সাবেক যুগ্ম সম্পাদক সোহেল হোসাইন কায়কোবাদ প্রমুখ।
জনসভায় জেলা ও উপজেলার অঙ্গ সংগঠনের নেতৃত্ববৃন্দ উপস্থিত হন।
তিনি বলন, আওয়ামী লীগ যখনি ক্ষমতায় আস তখনি তারা ফ্যাসিস্ট রপ ধারণ কর। আওয়ামী লীগর য দুঃশাসন ছিল সটা ১৭ বছরর দুঃশাসন নয়। তারা যখনি ক্ষমতায় আস তখনি মানুষর গণত¿ ও ভাটাধিকারক হরণ কর। তারা দশর ধন সম্পদ লুটপাট কর বিদেশে পাচার করে। তাদের শাসনানামলে সংবাদপত্রকে নিষিদ্ধ করা হয়েছিল এমন বাংলাদেশতো চাইনি।
আমীর খসরু আরো বলেন, গত ১৭ বছর আমরা বাড়িতে ঘুমাতে পারিনি। আমাদের নেতাকর্মীরা প্রতিনিয়ত গুম ও খুনের শিকার হয়েছে। ৬০ লাখের অধিক নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। জীবনের অধিক সময় কেটেছে কোর্টের বারান্দায়-বারান্দায়।
তিনি আরো বলেন, আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা কারণে ছয় বছর জেলে বন্দি রাখা হয়েছিল। আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে বিনা কারণে দেশান্তর করা হয়েছে। আগামী দিনে বিএনপিকে জনগণ যদি রায় দেয়, সেই রায়ের ভিত্তিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছেন।