৩০ আষাঢ়, ১৪৩২ - ১৪ জুলাই, ২০২৫ - 14 July, 2025

বিরলে যৌথ বাহিনীর অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন গ্রেফতার

আমাদের প্রতিদিন
7 months ago
177


আতিউর রহমান, বিরল (দিনাজপুর):

দিনাজপুরের বিরলে যৌথ অভিযান পরিচালনা করে আজিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল হায়দার স্বপনকে গ্রেফতারসহ বসতবাড়ি থেকে বিপুল পরিমানের মাদক ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে যৌথ বাহীনি। এ ঘটনায় বিরল থানার সাব-ইন্সপেক্টর (এসআই) শরিফুল ইসলাম শাকিল বাদী হয়ে সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেছে। ধৃত আসামীকে বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

থানার মামলা সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর মঙ্গলবার রাতে সেনাবাহিনী ও বিরল থানার পুলিশ যৌথ অভিযান পরিচালনার জন্য বিরলের ধুকুরঝাড়ী এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আজিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল হায়দার স্বপন এর বসতবাড়িতে মাদক ও দেশীয় অস্ত্র সংরক্ষন রয়েছে জানতে পেয়ে তার রাজুরিয়া গ্রামের বসতবাড়িতে যৌথবাহীনি অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এ সময় তাঁর স্বীকারোক্তিতে নিজ শয়ন কক্ষের সিলিং ফ্যানের সাথে বিশেষ কায়দায় রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ৩ টি ও-মরফেন, ৭২ টি টাপেন্ডাডোল টেবলেট এবং খাটের নীচে বস্তা দিয়ে পেঁচানো অবস্থায় দেশীয় তৈরি ১২ টি অস্ত্র উদ্ধার করে যৌথ বাহিনীর সদস্যরা। এ ঘটনায় বিরল থানার পুলিশ বাদী হয়ে অবৈধ মাদকদ্রব্য ও-মরফেন, টাপেন্ডাডোল টেবলেট ও দেশীয় তৈরী ধারালো অস্ত্র নিজ হেফাজতে রাখার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) এর ২৯ (ক) তৎসহ অস্ত্র আইনের ১৯ (এফ)  ধারায় ধৃত আসামী নাজমুল হায়দার স্বপনকে আসামী করে একটি মামলা নং ২৫/২৪৬ দায়েরকরে।  বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth